মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

সাব্বির সুস্থ

প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : চট্টগ্রাম টেস্টে চতুর্থ ইনিংসে প্রতিরোধ ইনিংসে ফিফটিতে অন্যরকম অভিষেক হয়ে ঢাকা টেস্টে আলোচনার কেন্দ্রে সাব্বির রহমান রুম্মান। তবে গ্যাস্ট্রিকের ব্যথায় চট্টগ্রামে এতটাই কাতর হয়েছেন যে, গতকাল দলের সঙ্গে অনুশীলন থেকে বিরত রেথে এই লোয়ার অর্ডারকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে এন্ডোসকপি করাতে হয়েছে। অবস্থাটা গুরুতর নয়, খেলতে পারবেন ঢাকা টেস্ট। ফিজিও বায়েজিদুল ইসলাম তেমনটাই জানিয়েছেনÑ ‘সাব্বির রহমান ক’দিন ধরেই গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছিলেন। পেটে খুব ব্যথা হচ্ছিল। চট্টগ্রামেই তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। ঢাকায় আসার পরপরই আমরা আবার অ্যাপোলোতে চিকিৎসকদের সঙ্গে কথা বলি। আজ (গতকাল) তার এন্ডোসকপি টেস্ট করানো হয়েছিল। তেমন কোনও সমস্যা নেই। সাধারণ গ্যাস্টিকের সমস্যা, পেপটিক আলসারের সমস্যা। কি সব খাবার খাওয়া যাবে,  চিকিৎসক কিছু পরামর্শ দিয়েছে।  আগামীকাল (আজ) থেকে সাধারণ অনুশীলন করতে পারবে সাব্বির। এখন গ্যাস্ট্রিকের ব্যাথা অনেক কম।  ম্যাচের আগে সব ঠিক হয়ে যাবে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন