যশোরের বাঘারপাড়ায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাজমুল হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শনিবার (১ জানুয়ারি) উপজেলার পুকুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল হোসেন বাঘারপাড়া পৌরসভার ২নং ওয়ার্ডের বাসিন্দা ইসান আলী শেখের ছেলে। আহতরা হলেন, বাঘারপাড়া গ্রামের রহেন মোল্যার ছেলে সবুজ হোসেন (২৩), একই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে সজিব হোসেন (১৭) ও মোটরসাইকেল চালক মাগুরার মুহাম্মদ উপজেলার দেউলি গ্রামের পিকুল হোসেন (৫০)।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, নাজমুল, সবুজ ও সজিব সকাল ১০টার দিকে একটি মোটরসাইকেলে (যশোর-ল-১২-৭৭২০) বাঘারপাড়া থেকে যশোরের দিকে যাচ্ছিলেন। পুকুরিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা আরেকটি মোটরসাইকেলের (মাগুরা-হ-১১-৭৬৫৯) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নাজমুল মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার পাশে পুকুরে গিয়ে পড়েন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক নাজমুলকে মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগের চিকিৎসক সিনথিয়া ফারহানা জানান, হাসপাতালে আনার আগেই নাজমুল মারা গেছেন। মরদেহের শরীরে তেমন কোন আঘাতের চিহৃ নেই। তবে বমি করার আলামত মিলেছে।
বাঘারপাড়া থানার এসআই রাজ কিশোর পাল জানান, মরদেহ ও মোটরসাইকেল দুটি থানা পুলিশের হেফাজতে রয়েছে। নিহত ও আহতদের স্বজনরা থানায় আছেন, তাদের আলোচনার ভিত্তিতে পববর্তী ব্যবস্থা নেয়া হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন