শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

মধ্যাঞ্চলের ষষ্ঠ না দক্ষিণাঞ্চলের তৃতীয়?

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০২২, ১২:০০ এএম

২০১২-১৩ মৌসুম থেকে শুরু টানা আট বছর মাঠে নিষ্পত্তি হয়েছে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) শিরোপার ফয়সালা। প্রথম শ্রেণীর ঘরোয়া লংগার ভার্সনের ক্রিকেটে নবম আসরের ফাইনালে আজ থেকে মুখোমুখি ওয়ালটন মধ্যাঞ্চল ও বিসিবি দক্ষিণাঞ্চল। তিন রাউন্ড শেষে সর্বোচ্চ ১২ পয়েন্ট নিয়ে ফাইনালে ওঠে দক্ষিণাঞ্চল। অন্যদিকে ১১ পয়েন্ট নিয়ে আরেক ফাইনালিস্ট হয় মধ্যাঞ্চল। ১০ পয়েন্ট নিয়ে বিসিবি উত্তরাঞ্চল তৃতীয় হয়ে টুর্নামেন্ট শেষ করেছে। আর ৮ পয়েন্ট নিয়ে ইসলামী ব্যাংক ইস্ট জোন চতুর্থ স্থানে।
আগের আট শিরোপার ৭টিই নিজেদের করে নিয়েছে এই দুটি দল। হ্যাটট্রিক গড়ে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণাঞ্চলের ঝুলিতেই আছে ৫টি। প্রথম আসর আর ২০১৫-১৬ মৌসুমের শিরোপা ছিল মধ্যাঞ্চলের। পরের বছর চমক জাগিয়ে চ্যাম্পিয়ন হয় উত্তরাঞ্চল। এবার ফরহাদ রেজার দক্ষিণাঞ্চলের সামনে ষষ্ঠ শিরোপার হাতছানি আর শুভাগত হোমের মধ্যাঞ্চলের থাকছে তৃতীয় উৎসবে মাতার সুযোগ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন