শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড পেল ৫২ প্রতিষ্ঠান

প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার: ১৩টি ক্যাটাগরিতে ২০১৫ সালের জন্য আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড পেয়েছে ৫২ প্রতিষ্ঠান। বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের বার্ষিক প্রতিবেদনের উপর ভিত্তি করে স্ব স্ব প্রতিষ্ঠানের কর্মকাÐ বিচার বিশ্লেষণ করে প্রতিষ্ঠানগুলোকে পুরস্কৃত করা হয়েছে।
বুধবার রাতে রাজধানীর প্যানপেসিফিক সোনারগাঁও হোটেলে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত প্রধান অতিথি হিসেবে বিজয়ী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের কাছে পুরস্কার তুলে দেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেনসহ সরকারী ও বেসরকারী সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। দি ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস্ অব বাংলাদেশ (আইসিএমএবি) প্রতিবছর এ পুরস্কার প্রদানের আয়োজন করে।
সরকারী বাণিজ্যিক ব্যাংক ক্যাটাগরিতে প্রথম পুরস্কার জিতেছে জনতা ব্যাংক লিমিটেড। এছাড়া এ ক্যাটাগরিতে অগ্রনী ব্যাংক ২য় ও সোনালি ব্যাংক ৩য় পুরস্কার জিতেছে। এইচএসবিসি প্রথম পুরস্কার জিতেছে বৈদেশিক বাণিজ্যিক ব্যাংক ক্যাটাগরিতে। এছাড়া স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ২য় ও কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি ৩য় পুরস্কার জিতেছে। বেসরকারী বাণিজ্যিক ব্যাংক (ইসলামিক কার্যক্রম) ক্যাটাগরিতে ১ম, ২য় ও ৩য় পুরস্কার জিতেছে যথাক্রমে ইসলামি ব্যাংক বাংলাদেশ, সোশ্যাল ইসলামি ব্যাংক ও এক্সিম ব্যাংক। এছাড়া এ ক্যাটাগরিতে সার্টিফিকেট অব মেরিট অর্জন করেছে আল-আরাফা ইসলামি ব্যাংক। সাউথইষ্ট ব্যাংক ১ম পুরস্কার জিতেছে বেসরকারী বাণিজ্যিক ব্যাংক (সাধারণ কার্যক্রম) ক্যাটাগরিতে। আর ডাচ বাংলা ব্যাংক ২য় ও ব্র্যাক ব্যাংক ৩য় পুরস্কার জিতেছে। এছাড়া সার্টিফিকেট অব মেরিট অর্জন করেছে ওয়ান ব্যাংক, ট্রাস্ট ব্যাংক ও আইএফআইসি ব্যাংক।
ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ক্যাটাগরিতে ১ম পুরস্কার জিতেছে আইডিসিওএল। আর ইনভেষ্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ ২য় ও আইডিএলসি ফাইন্যান্স ৩য় পুরস্কার জিতেছে। এছাড়া সার্টিফিকেট অব মেরিট অর্জন করেছে ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স ও লংকাবাংলা ফাইন্যান্স। সাধারন বীমা ক্যাটাগরিতে ১ম পুরস্কার জিতেছে রিল্যায়েন্স ইন্সুরেন্স। আর গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স ২য় ও পাইওনিয়ার ইন্স্যুরেন্স ৩য় পুরস্কার পেয়েছে। এছাড়া সার্টিফিকেট অব মেরিট অর্জন করেছে ইউনাইটেড ইন্স্যুরেন্স, ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স ও ফনিক্স ইন্স্যুরেন্স।
ঔষধ ক্যাটাগরিতে ১ম পুরস্কার জিতেছে স্কয়ার ফার্মাসিটিক্যালস। আর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ২য় ও রেনেটা ৩য় পুরস্কার জিতেছে। এছাড়া সার্টিফিকেট অব মেরিট অর্জন করেছে প্ল্যাক্সোস্মিথক্লাইন বাংলাদেশ। সামিট পাওয়ার বিদ্যুত ক্যাটাগরিতে ১ম পুরস্কার জিতেছে। আর ইউনাইটেড পাওয়ার জেনারেশন ২য় ও আশুগঞ্জ পাওয়ার স্টেশন ৩য় পুরস্কার জিতেছে। বহুজাতিক কোম্পানি ক্যাটাগরিতে ১ম পুরস্কার জিতেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ। আর গ্রামীণফোন ২য় ও বার্জার পেইন্টস বাংলাদেশ ৩য় পুরস্কার জিতেছে। এছাড়া সার্টিফিকেট অব মেরিট অর্জন করেছে ম্যারিকো বাংলাদেশ। লাফার্জ সুরমা সিমেন্ট ১ম পুরস্কার জিতেছে সিমেন্ট ক্যাটাগরিতে। এছাড়া হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ ২য় ও এমআই সিমেন্ট ৩য় পুরস্কার জিতেছে। বস্ত্র ক্যাটাগরিতে ১ম পুরস্কার জিতেছে মতিন স্পিনিং মিলস। এছাড়া সায়হাম কটন মিলস ২য় ও মালেক স্পিনিং মিলস ৩য় পুরস্কার জিতেছে।
ব্র্যাক ১ম পুরস্কার জিতেছে এনজিও ক্যাটাগরিতে। এছাড়া সাজিদা ফাউন্ডেশন ২য় ও উদ্দিপন ৩য় পুরস্কার জিতেছে। বিশেষ ক্যাটাগরিতে ৫টি প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়েছে। কোম্পানিগুলো হল-বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, খুলনা শিপইয়ার্ড, ঢাকা ইলেকট্রিক সাপাই (ডেসকো), পাওয়ার গ্রীড ও ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন