অর্থ পাচার মামলায় বগুড়ার তৎকালীন শ্রমিকলীগ নেতা তুফান সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আবেদনের চূড়ান্ত শুনানি শেষে গতকাল বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি একেএম জহিরুল হকের ডিভিশন বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন।
২০১৭ সালে কলেজ শিক্ষার্থীকে অপহরণ, ধর্ষণ এবং ভিকটিম ও তার মায়ের মাথার চুল কেটে দেয়ার অভিযোগে মামলা আছে তার বিরুদ্ধে। ৩৩ লাখ ৩৪ হাজার টাকা পাচারের অভিযোগে গত বছরের ২৯ অক্টোবর তুফানের বিরুদ্ধে বগুড়া থানায় মামলা করে পুলিশ।
ওই বেঞ্চের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম. আমিন উদ্দিন মানিক বলেন, হাইকোর্টে বিভিন্ন মামলায় তুফান দীর্ঘদিন ধরে কারাভোগ করছেন বিবেচনা করে জামিন দেয়া হয়। তবে হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে সরকারপক্ষ আপিল করবে।
প্রসঙ্গত, এর আগে অন্তত : ৩টি মামলায় তুফান সরকারের জামিন মঞ্জুর করেন হাইকোর্ট।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন