শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

আজ সেমিফাইনাল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২২, ১২:০০ এএম

ঘরোয়া ফুটবলে মৌসুমের দ্বিতীয় টুর্নামেন্ট ফেডারেশনকাপ সেমিফাইনালে ভিন্ন দুই ম্যাচে আজ মাঠে নামছে দেশের দুই ঐতিহ্যবাহী দল মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ঢাকা আবাহনী লিমিটেড। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বিকাল ৪টায় টুর্নামেন্টের প্রথম সেমিফইনালে খেলবে মোহামেডান ও রহমতগঞ্জ। একই ভেন্যুতে দ্বিতীয় সেমিতে সন্ধ্যা ৭ টায় ঢাকা আবাহনী মাঠে নামবে সাইফ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে।
প্রতিবার মৌসুম সূচক হিসেবেই মাঠে রাখা হলেও এবার দ্বিতীয় টুর্নামেন্ট হিসেবেই হচ্ছে ফেডারেশনকাপ। তিন ক্লাবের নাম প্রত্যাহারে টুর্নামেন্টটা কিছুটা রং হারালেও নকআউট পর্ব থেকে বেশ জম-জমাট। এবার সেমিফাইনালে খেলা চারদলেরই অভিজ্ঞতা আছে টুর্নামেন্টের ফাইনাল খেলার। এর মধ্যে সাইফ স্পোর্টিং গত আসরের আর রহমতগঞ্জ এর আগের আসরের রানার্স আপ দল। দু’দলই একবার করে ফাইনাল খেললেও কখনো শিরোপা জিততে পারেনি। এই দুই দলের সামনে আবারও সুযোগ ফাইনালে খেলার। অন্যদিকে দুই ঐতিহ্যবাহী চীরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের সামনে সুযোগ হারানো শিরোপা পুনরুদ্ধারের। দু’দলই ফের ফাইনালে খেলার লক্ষ্য নিয়েই মাঠে নামবে। সমর্থকদের প্রত্যাশা চলতি মৌসুমে আরও একটি আবাহনী-মোহামেডান দ্বৈরথ উপভোগের। ৯ জানুয়ারি হবে ফেডারেশন কাপের ফাইনাল ম্যাচ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন