খুলনার বটিয়াঘাটা উপজেলার সুন্দরমহল গ্রামে গত ৩ জানুয়ারী সকালে একটি নারকেল গাছ থেকে পড়ে গুরুতর আহত হন স্থানয়ি পত্রিকা বিক্রেতা সোহরাব হোসেন (৫০)। এর দু’দিন পর ৫ জানুয়ারী রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এ ঘটনার কয়েক মাস আগে গাছটিতে বজ্রপাত হয়েছিল। বজ্রপাতের পর থেকে এলাকার মানুষ বলছিল গাছটি অভিশপ্ত। এসব কথা উপেক্ষা করে গাছটি কাটার জন্য সোহরাব হোসেন গাছে উঠেছিলেন।
একদিকে অভিশপ্ত গাছ এবং অন্যদিকে সোহরাব হোসেনের মৃত্যু-সব মিলিয়ে এলাকাবাসী গাছটিকে অমঙ্গলের চিহ্ন মনে করছিলেন। আজ শুক্রবার সকালে এলাকাবাসী গাছটি কেটে ফেলেন। সুন্দরমহল গ্রামের বাসিন্দা আব্দুল মালেক ও জয়নাল জানান, গাছটি অভিশপ্ত ছিল। এটা জানার পরও সোহরাব গাছ কাটতে উঠেছিল। গাছ কাটার চেষ্টা করায় তাকে প্রাণ দিতে হয়েছে। তার আগে গাছটিতে বজ্রপাত হয়েছিল। আমরা গাছটি কেটে মৃত্যুর বদলা নিলাম, এলাকা অভিশাপমুক্ত হয়েছে। স্থানীয় জাইআ সুন্দরমহল দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা ইয়াকুব আলী বলেন, অভিশপ্ত গাছ বলে কিছু নেই। এটা এলাকাবাসীর ভুল ধারণা। তবে যেহেতু গাছটি থেকে পড়ে একজন মারা গেছেন, তাই গাছটি কেটে ফেলা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন