শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

শেখ কামালের নামে এবারের যুব গেমস

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২২, ১২:০১ এএম

এবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নয়, তার জৈষ্ঠ্য পুত্র শহীদ লে. শেখ কামালের নামে হবে বাংলাদেশ যুব গেমস। আগামী বছরের জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে দেশে বসবে যুব গেমসের দ্বিতীয় আসর। দেশব্যাপী এই গেমস আয়োজনের সকল প্রস্তুতি গ্রহণের জন্য একটি সাংগঠনিক কমিটি গঠন করতে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজাকে ইতোমধ্যে দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে কুর্মিটোলা গলফ ক্লাবে আয়োজিত বিওএ’র নব-নির্বাচিত কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিওএ’র নব-নির্বাচিত সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। সভার সিদ্ধান্ত অনুযায়ী রাশিয়ায় অনুষ্ঠেয় চিলড্রেন অব এশিয়া ইন্টারন্যাশনাল স্পোর্টস গেমস, বার্মিংহামের কমনওয়েলথ গেমস, তুরষ্কের কোনিয়াতে ইসলামিক সলিডারিটি গেমস, চীনের হ্যাংঝুতে এশিয়ান গেমস এবং চীনের শান্তাওতে এশিয়ান ইয়ুথ গেমসে বাংলাদেশ দল অংশ নেবে। এছাড়া সভায় আরও সিদ্ধান্ত হয় যে, গত মাসে ঢাকায় সমাপ্ত সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ী বাংলাদেশ নারী দলকে বিওএর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন