শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বিসিএল-বিপিএলে ‘আফগান প্রস্তুতি’

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০২২, ১২:০০ এএম

বিসিএলের বড় দৈর্ঘের ম্যাচের টুর্নামেন্ট শেষ হলো বৃহস্পতিবার। এবার ফ্র্যাঞ্চাইজি এই ক্রিকেটের একদিনের ম্যাচের টুর্নামেন্ট হতে যাচ্ছে প্রথমবারের মতো। সিলেটে এই আসর শুরু হওয়ার কথা আজ থেকেই। সাকিব খেলবেন ওয়ালটন মধ্যাঞ্চলের হয়ে। এরপর আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএল। আগামী মাসে বিপিএল শেষ হওয়া কয়েক দিন আগেই ঢাকায় পা রাখার কথা আফগানিস্তান দলের। আইসিসির ভবিষ্যৎ সফরসূচির এই সফরে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলার কথা আফগানদের। সাকিব এই দুই ঘরোয়া টুর্নামেন্টকে দেখছেন আফগান সিরিজের প্রস্তুতি হিসেবে।
সাকিব এবার নিউজিল্যান্ড সফরে যাননি পারিবারিক কারণে ছুটি নিয়ে। যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে দেশে ফিরে শুক্রবার তিনি ছিলেন একটি প্রতিষ্ঠানের পণ্যদূত হওয়ার আয়োজনে। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বললেন, আফগানিস্তান সিরিজে তাকিয়ে তার প্রস্তুতির ভাবনা, ‘এগুলো (ঘরোয়া ম্যাচ) সবই প্রস্তুতির অংশ। কারণ এরপর আমাদের টানা আন্তর্জাতিক ক্রিকেট আছে। তাই আমি চাই যে, আমার সম্ভব সেরা ফিটনেস এবং পারফরম্যান্সটা নিয়ে যেন আন্তর্জাতিক ক্রিকেট শুরু করতে পারি। সেটার জন্য এটা ভালো একটা বিল্ডআপ আমি মনে করি। যদি বিসিএলের কয়েকটা ম্যাচ খেলতে পারি, তারপরে বিপিএলের ম্যাচ থেকে আত্মবিশ্বাস নিতে পারি, সামনেই আমাদের আফগানিস্তানের সাথে ওয়ানডে ও টি-টোয়েন্টি আছে। সেই কারণে আসলে এই প্রস্তুতিটা নেওয়া।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন