শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

শিল্পী সমিতির নির্বাচনে মিশা-জায়েদের প্যানেলে মৌসুমী কেন?

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ নিয়ে শিল্পীদের মধ্যে বেশ আগ্রহ উদ্দীপনা দেখা যাচ্ছে। নির্বাচনে দুটি প্যানেলের নাম শোনা যাচ্ছে। একটি ইলিয়াস কাঞ্চন-নিপূণ পরিষদ, অন্যটি মিশা সওদাগর ও জায়েদ খান পরিষদ। দুই প্যানেলই প্রার্থী চমক দেয়ার কথা বলছে। তবে চিত্রনায়িকা মৌসুমী এবার মিশা-জায়েদ প্যানেলে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচন করবেন বলে জানা গেছে। গত নির্বাচনে মৌসুমী সভাপতি পদে নির্বাচন করে হেরেছিলেন। সে সময় মিশা-জায়েদের সঙ্গে তার তিক্ত সম্পর্কের সৃষ্টি হয়। একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন। বিষয়টি অনেকটা কাদা ছোড়াছুড়ির মতো হয়ে যায়। তবে এবার সেই তিক্ততা ভুলে মৌসুমী তাদের প্যানেলে নির্বাচন করছেন। এখন পর্যন্ত মৌসুমী কিংবা মিশা-জায়েদ এ ব্যাপারে পরিস্কার করে না বললেও, মৌসুমী যে তাদের প্যানেল থেকে নির্বাচন করছেন, তা এক প্রকার নিশ্চিত। তিক্ত সম্পর্ক ঘুচিয়ে মৌসুমীর মিশা-জায়েদ প্যানেলে নির্বাচন করার পেছনে অন্য একটি কারণ চলচ্চিত্র সংশ্লিষ্টরা বিশ্লেষণ করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিনেতা বলছেন, গতবছর গুলশানস্থ মৌসুমীর ছেলে ফারদিনের রেস্টুরেন্টে মাদক সংক্রান্ত ঝামেলায় জায়েদ খান তাদের পাশে দাঁড়িয়েছিলেন। এ কৃতজ্ঞতাবোধ থেকে মৌসুমী বিরূপ সম্পর্ক ভুলে এবার তাদের সাথে নির্বাচন করছেন। এমনকি সম্প্রতি একটি সিনেমায় জায়েদ খান, মৌসুমী ও ওমর সানী একসঙ্গে অভিনয় করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন