বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ম্যাচে দু’দল ফিফটি-ফিফটি

প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ১১:৪৬ পিএম, ২৮ অক্টোবর, ২০১৬

বিশেষ সংবাদদাতা : চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে সাকিবকে ফিরিয়ে ম্যাচে ইংল্যান্ডকে ফিরিয়েছেন মঈন আলী। গতকাল এই ইংল্যান্ড অফ স্পিনারের তৃতীয় স্পেলে (১৩.৫-৫-৩৪-৫) বাংলাদেশ হয়েছে ছিন্ন ভিন্ন। যেভাবে দ্বিতীয় জুটি ইংল্যান্ড বোলারদের শাসন করে ১৭০ রান করেছে যোগ, সেই জুটি বিচ্ছিন্ন করে বাংলাদেশকে অবিশ্বাস্যভাবে ২২০ রানে অল আউট করতে পারায় প্রথম দিনে তৃপ্ত মঈন আলীÑ‘আবারো দারুন একটি ক্রিকেট ম্যাচ হচ্ছে। অবশ্যই তিন উইকেট হারিয়ে ফেলা আমাদেরকে কিছুটা হলেও পিছিয়ে দিয়েছে। তারপরও ১৭১/১ থেকে তাদেরকে ২২০এ ইনিংস গুটিয়ে ফেলতে পারায় আমি সন্তুস্ট। দারুন একটি দিন পেলাম আমরা। ৫ উইকেট পেয়ে আমি অবশ্যই খুশি। তবে যদি আরো কিছু মেডেন ওভার করতে পারতাম,তাহলে আরো বেশি খুশি হতে পারতাম। আমি আমার তৃতীয় স্পেলে যে চেস্টা করেছি,তার সুফলই পেয়েছি।’
বাংলাদেশকে ২২০ রানে ছিন্ন ভিন্ন করার নায়ক অফ স্পিনার মঈন আলী ক্যারিয়ারে দ্বিতীয়বার ৫ উইকেট নিয়েও উচ্ছ¡াসে ভাসছেন না। বরং প্রথম দিন শেষে ম্যাচটি যে অবস্থানে দাঁড়িয়ে,তাতে দু’দলের কাউকে রাখছেন না এগিয়ে। লিডের জন্য ইংল্যান্ডের দরকার ১৭১ রান, উইকেটে যেভাবে ঘুরছে বল,তাতে অবশিস্ট ৭ জুটির পক্ষে তা কতোটা সম্ভব,তা ভাবাচ্ছে মঈন আলীকেওÑ‘চট্টগ্রামের উইকেটে স্পিন ছিল ধারাবাহিক, এখানে সোজা বলগুলো ভয়ংকর হচ্ছে। আমি নিজেও উইকেট ঠিকমতো রিড করতে পারছি না। এই মুহুর্তে ম্যাচে দু’দল ফিফটি-ফিফটি। যদি বেশ ক’টি বড় পার্টনারশিপ পাই,কিংবা তাদের স্কোর ছাড়িয়ে অথবা কাছাকাছি থেকে ইনিংস শেষ করতে পারি,তাহলে ম্যাচে ঠিক ঠাক মতো থাকতে পারব।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন