বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

তামীমের সেঞ্চুরির দিনে ছিন্নভিন্ন বাংলাদেশ

প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ১১:৩৯ পিএম, ২৮ অক্টোবর, ২০১৬

বাংলাদেশ ১ম ইনিংস : ২২০/১০ (৬৩.৫ ওভারে)
ইংল্যান্ড ১ম ইনিংস : ৫০/৩ (১২.৩ ওভারে)
(১ম দিন শেষে)
শামীম চৌধুরী : টসে’র আগেই বিস্ময়Ñএকজন মাত্র পেস বোলার নিয়ে বাংলাদেশের একাদশ ! ২০১৪ সালে চট্টগ্রামে শ্রীলংকার বিপক্ষে টেস্টের পর বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় দৃষ্টান্ত! দিনের শুরুতেই এমন বার্তা দিয়ে  টেস্টের প্রথম দিনই যে হয়ে উঠতে পারে বৈচিত্রপূর্ণÑমিরপুর টেস্টে তা দেখল দর্শক। সারাদিন আকাশে মেঘ, ইংল্যান্ডকে পরিচিত কন্ডিশনই দিয়েছে উপহার। এমন কন্ডিশনে ইংল্যান্ড পেস বোলারদের উপর ছড়ি ঘুরিয়ে দ্বিতীয় উইকেট জুটির ১৭০ রানও দেখল বিশ্ব। দেখল প্রিয় প্রতিপক্ষের বিপক্ষে তামীমের তৃতীয় সেঞ্চুরি (১০৪)। প্রথম ৪ ওভারে মাত্র ১ রানে সন্তুষ্ট থাকা বাংলাদেশ দল লাঞ্চের টেবিলে গেল ১১৮/১ এ, মিনিটের সঙ্গে পাল্লা দিয়ে প্রথম তিন ঘন্টায় উঠলো ১৮৪ রান। সেই বাংলাদেশ দলই কি না ইংলিশ অফ স্পিনার মঈন আলীর এক স্পেলে (১৩.৫-৫-৩৪-৫) হলো ছিন্ন ভিন্ন! ১৭১/২ থেকে ২২০ এ এসে থামলো বাংলাদেশ! নিজেদের ভুলে বড় ইনিংসের স্বপ্ন ভঙ্গের বেদনায় কাতর বাংলাদেশ দিনের শেষ ৪৫মিনিট বিনোদন দিয়েছে দর্শকদের। যে দুই স্পিনার চট্টগ্রাম টেস্টে ঘুরিয়েছে ছড়ি,সেই মেহেদী হাসান মিরাজ (২/২৬) এবং সাকিবে (১/২১) ইংল্যান্ডকে প্রথম দিনেই দিতে পেরেছে ধাক্কা। স্কোরশিটে ৫০ উঠতে তিন উইকেট হারিয়ে সফরকারীদের লিডের পথে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করতে পেরেছে বাংলাদেশ প্রথম দিনেই।
প্রথম দিনে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে আশরাফুল (৬১), হাবিবুল (৫০) এর পর তৃতীয় বাংলাদেশী হিসেবে টেস্ট ম্যাচের ফিফটি করেছেন পূর্ন মুশফিকুর। এমন দিনে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালেক স্টুয়ার্টের ৫৪ ম্যাচ ক্যাপ্টেনসির রেকর্ড করেছেন স্পর্শ অ্যালিস্টার কুক।
চট্টগ্রাম টেস্ট থেকে প্রেরনা নিয়ে ঢাকায় আরো উজ্জীবিত বাংলাদেশ দলকে দেখবে বিশ্ব। চট্টগ্রামে  জয় হাতছাড়া করার আক্ষেপ থেকে টীমমেটদের জিদে পরিনত হওয়া মানসিকতা দেখে এমন কথাই দিয়েছিলেন মুশফিক। টেল এন্ডারদের ভরসায় না থেকে টপ অর্ডারদের উপর দায়িত্বটা দিয়েছিলেন বেশি তিনি।
১৮ মাস পর তামীমের সেঞ্চুরির দিনে ৫ ইনিংস পর ফিফটি উদযাপন করেছেন টপ অর্ডার মুমিনুল। ছন্দে ফেরা এই দু’জনের ছন্দময় ব্যাটিংয়ে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় উইকেট জুটিতে  সর্বোচ্চ ১৭০ রানের পার্টনারশিপ অনেক বড় ইনিংসেরই স্বপ্নই দেখিয়েছে বাংলাদেশকে। অথচ, তামীমের ফিরে যাওয়ার মধ্য দিয়ে শুরু,এক দমকা হাওয়ায় ৪৯ রানে শেষ ৮ উইকেটের পতন! যে দলটি প্রথম সেশনে ওভারপিছু করেছে ৪.৫৫ রান, লাঞ্চের পরের ঘন্টায় ৬৬ রান করেছে যোগÑসেই দলটিই কি না পরবর্তী ১৪৯ মিনিটে স্কোরশিটে ৩৬ যোগ করতে হারিয়েছে ৮ উইকেট ! সম্ভাবনা দেখানো ম্যাচে মঈন আলীর রাউন্ড দ্য উইকেটে ফুল লেন্থ ডেলিভারি স্কিড করে মুমিনুলকে বোল্ড আউটে করেছে বাধ্য (৬৬) হওয়ার পর  মহাঅপরাধ করেছেন মাহামুদুল্লাহÑস্টোকসকে দিয়েছেন নিজের উইকেট উপহার। অফ স্ট্যাম্পের অনেক বাইরের শর্ট এন্ড ওয়াইড ডেলিভারি অকারণে ব্যাট চালিয়ে প্রথম স্পিলে ক্যাচ দিয়ে জঘন্য আউটে এসেছেন ফিরে। স্টোকসের বাউন্সার থেকে মুখ বাঁচাতে চেয়ে হেলমেটের পেছনে বলের আঘাতটাই মনোসংযোগে ধাক্কা দিয়েছে মুশফিকুরকে, পরের ওভারে মঈন আলীকে ফ্লিক করতে যেয়ে লেগ স্লিপে দিয়ে এসেছেন ক্যাচ মুশফিক। বল পুরোনো হলে রিভার্স সুইংয়ে কতোটা বিপজ্জনক রূপে আবির্ভুত হতে পারেনÑচট্টগ্রাম টেস্টের ২ ইনিংসের পর ঢাকা টেস্টের প্রথম ইনিংসেও এক স্পেলে আতঙ্ক ছড়িয়েছেন স্টোকস (৬-২-৭-২)। সুইং বুঝতে না পেরে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাব্বির পুরস্কৃত করেছেন স্টোকসকে। ২০১৪ সালে সাউদাম্পটনে ভারতের বিপক্ষে ৬/৬৭ ছিল এতোদিন টেস্ট ক্যারিয়ারে মঈন আলীর একমাত্র ৫ উইকেটের ইনিংস। গতকাল টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ৫ উইকেটের মুখ দেখেছেন এই অফ স্পিনার ৫/৫৭)। শের-ইÑবাংলা স্টেডিয়ামে এক স্পেলে (১৩.৫-৫-৩৪-৫) বাংলাদেশকে ছিন্ন ভিন্ন করেছেন মঈন আলী! দিনের শেষে একপশলা বৃষ্টি নির্ধারিত খেলার ১১ ওভার নিয়েছে কেড়ে। তাঁতে অন্ততঃ বড় বাঁচা বেঁচে গেছে ইংল্যান্ড। তবে  প্রথম দিন শেষে দু’দলের কাউকে এগিয়ে রাখছেন না দিনের দুই হিরো, তামীম, মঈন আলী। লিডের জন্য অবশিষ্ট ১৭১ রান অনেক দূরূহÑতা মানছেন তারা দু’জনই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন