ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জের ধরে ভাতিজার কোদালের আঘাতে চাচা নিহত হয়েছে। সোমবার বিকেলে সদর উপজেলার যাদবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আওলাদ হোসেন (৭০) হোসেন সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের যাদবপুর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।
এলাকাবাসী জানায়, গ্রামের দাড়িরপুর মাঠের ১০ কাঠা জমি নিয়ে আওয়াল হোসেন ও তার ভাতিজা শহীদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সোমবার দুপুর ১ টার দিকে বিরোধপুর্ণ ওই জমিতে গেলে তারা-ভাতিজার বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে ভাতিজা শহীদ কোদাল দিয়ে আওলাদের মাথায় আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ঝিনাইদহ সদর হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক রাজিব চক্রবর্তী বলেন, আওলাদ হোসেন নামের যে ব্যক্তি মারা গেছে তিনি হাসপাতালে আসার আগেই মারা যান। মাথার আঘাতের চিহ্ন রয়েছে।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, জমি নিয়ে বিরোধে একজন মারা গেছে। এ ঘটনায় দোষীদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন