চট্টগ্রামে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা দুইশ ছাড়িয়েছে। সংক্রমণ শনাক্তের হার ৯ শতাংশের বেশি। এ সময় মারা গেছেন আরো একজন। মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জন অফিস থেকে জানানো হয় চট্টগ্রামের ১২টি ল্যাবে দুই হাজার ২৯৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সংক্রমণ শনাক্ত হয়েছে ২০৭ জনের। সংক্রমণ শনাক্তের হার ৯ দশমিক ০১ শতাংশ । আগের দিন সোমবার এ হার ছিল ৫ দশমিক ৮৫ শতাংশ। ওইদিন আক্রান্তের সংখ্যা ছিল ১১৯ জন। নতুন আক্রান্তের মধ্যে মহানগরীর বাসিন্দা ১৮৭ জন এবং বাকি ২০ জন বিভিন্ন উপজেলার। চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা এক লাখ তিন হাজার ৪১০ । এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১৩৩৫ জন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন