শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বালিয়াকান্দিতে মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু

বালিয়াকান্দি (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২২, ২:২০ পিএম

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বকশিয়াবাড়ী গ্রাম এলাকার মোড়ে মঙ্গলবার বিকালে দু,টি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাবা (১৪) নামের নবম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে কুষ্টিয়া শহরের রিপন শেখের মেয়ে।

প্রত্যেক্ষদর্শীরা জানান, উপজেলার নারুয়া ইউনিয়নের বাকসাডাঙ্গী গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে ও স্কুল ছাত্রী সাবার মামা সালাউদ্দিনের মোটর সাইকেলে রামদিয়া থেকে নারুয়া যাবার পথে বকসিয়াবাড়ী মোড় এলাকায় পৌছালে পাংশা উপজেলার বহলাডাঙ্গী গ্রামের মকবুল হোসেনের ছেলে নাসির উদ্দিনের মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষে তিন জন গুরুতর আহত হয়। এলাকার লোকজন আহতদের উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক স্কুল ছাত্রী সাবাকে মৃত ঘোষণা করেন। আহত নাসির উদ্দিনকে উন্নয়ত চিকিৎসার জন্য ফরিদপুর হাসপাতালে পাঠান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন