বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

সিলভার ৬ রানের আক্ষেপ

প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের জন্য ম্যাচটা মাইলফলকের। কিন্তু স্মরণীয় শততম ম্যাচের প্রথম দিনটা দুঃস্বপ্ন হয়েই থাকল তাদের জন্য। পক্ষান্তরে শ্রীলঙ্কান অধিনায়ক হিসেবে রঙ্গনা হেরাথের অভিষেকের দিনটা হয়ে থাকল রঙিন। হারারে স্পোর্টস ক্লাব মাঠে ৪ উইকেট হারিয়ে ৩১৭ রান নিয়ে দিন শেষ করেছে লঙ্কানরা। ক্যারিয়ারের প্রথম শতকের দেখা পেয়েছেন কুসল পেরেরা। তবে মাত্র শতকের জন্য ৬ রানের আক্ষেপে পুড়তে হয়েছে কুসল সিলভাকে।
টস জিতে ব্যাট বেছে নেয়া লঙ্কানদের প্রথম চ্যালেঞ্জ ছিল ওপেনিংয়ের দুঃস্বপ্ন থেকে কাটিয়ে ওঠা। গেল অস্ট্রেলিয়া সিরিজে ৬ ইনিংসে তাদের ওপেনিং গড় ছিল ৪.৫! কুসল সিলভার সাথে ১২৩ রানের উদ্বোধনী জুটি গড়ার মধ্যে দিয়ে সেই চ্যালেঞ্জে জিতে তবেই ব্যক্তিগত ৫৬ রানে ফেরেন দিমুথ করুনারতেœ। স্বাগতিক বোলারদের পরবর্তী সাফল্য পেতে অপেক্ষা করতে হয় তৃতীয় সেশন পর্যন্ত। কুসল পেরেরার সাথে ৭৫ রানের জুটি গড়ে ক্যারিয়ারের চতুর্থ শতক থেকে মাত্র ৬ রান দূরে থাকতে আউট হন সিলভা। তৃতীয় উইকেটে কুসল মেন্ডিসকে নিয়ে আবারো ৮৪ রানের জুটি গড়েন পেরেরা। দিনের শেষ ব্যাটসম্যান হিসেবে দলীয় ৩০৭ রানে আউট হওয়ার আগে ১২১ বলে ১১০ রানের ওয়ানডিয় ইনিংস খেলেন পেরেরা। ৮২ রানে ৩ উইকেট নিয়ে অধিনায়ক ক্রেমারই দিনের সফল বোলার। ধনঞ্জয়া ডি সিলভার (১০*) সাথে আজ আবার ব্যাটে নামবেন দীর্ঘদিন পর দলে ফেরা উপল থারাঙ্গা (১৩*)।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন