শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

বাহফের সাধারণ সম্পাদক করোনা আক্রান্ত

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২২, ৮:৩৭ পিএম

বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা পরীক্ষা করানোর পর গত পরশু ফল হাতে পেয়ে ইউসুফ জানতে পারেন তার করোনা পজিটিভ। বর্তমানে তিনি চট্টগ্রামস্থ নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

ইউসুফ মঙ্গলবার মুঠোফোনে জানান, হঠাৎ প্রচন্ড মাথা ব্যথা অনুভব করায় গত রোববার তিনি করোনা পরীক্ষা করান। পরের দিন পজিটিভ ফল পান। ইউসুফের পাশাপাশি করোনা পজিটিভ হয়ে ঢাকায় নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন বর্ষীয়ান ক্রীড়া সংগঠক ও রাজনীতিবিদ মোজাফফর হোসেন পল্টু। আরেক অভিজ্ঞ ক্রীড়া সংগঠক অ্যাথলেটিক্স ফেডারেশনের সহ-সভাপতি ফারুকুল ইসলাম গত শুক্রবার করোনা পজিটিভ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)