জাতীয় ফুটবল দলের নতুন স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা শূন্য থেকে শুরু করতে চান। তিনি ঢাকায় এসেছেন গত শনিবার। এর একদিন পর গত সোমবার তিনি দেখা করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো. সালাউদ্দিনের সঙ্গে। প্রথম সাক্ষাতেই কোচের কাছে জয় চেয়েছেন বাফুফে বস। তাই স্প্যানিশ কোচের জন্য গতকালটা ছিল ভিন্ন একটি দিন। এদিন বিকালে মতিঝিলস্থ বাফুফে ভবনে এসে ক্যাবরেরা সৌজন্য সাক্ষাত করেছেন জাতীয় দল কমিটির সঙ্গে। কোচ আসবেন, এ খবর চাউর হওয়ার পর কাল দুপুর থেকেই সংবাদকর্মীদের ভীড় বাড়তে থাকে বাফুফে ভবনে। দুপুর গড়িয়ে বিকালে হ্যাভিয়ের ক্যাবরেরা বাফুফে ভবনে এসে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান জাতীয় দল কমিটির কর্মকর্তারা। এসময় উপস্থিত ছিলেন বাফুফের সহ-সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ, সদস্য সত্যজিৎ দাস রূপু, মানস চন্দ্র দাস ধলু ও বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ। জাতীয় দল কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে গণমাধ্যমের মুখোমুখি হন হ্যাভিয়ের ক্যাবরেরা।
জাতীয় দলের নতুন কোচের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। স্বাভাবিকভাবেই সংবাদকর্মীদের আগ্রহ ছিল কোচের কাছ থেকে অনেক কিছুই জেনে নেয়া। বেশ কয়েকবছর ধরে ফুটবল কোচিংয়ের সঙ্গে জড়িয়ে থাকলেও এর আগে কোনো জাতীয় দলের কোচের দায়িত্বে ছিলেন না ক্যাবরেরা। বিষয়টিকে জটিল করে দেখছেন না তিনি, ‘জাতীয় দলে প্রথম হলেও আমার কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে বেশ ভালোই। এই উপমাহাদেশেও (ভারতীয় ক্লাব) কাজ করেছি আমি।’
ক্যাবরেরার সঙ্গে ১১ মাসের জন্য চুক্তিবদ্ধ হয়েছে বাফুফে। এই সময়ের মধ্যে তার অন্যতম গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট হচ্ছে আগামী জুনে এশিয়া কাপ বাছাই। প্রাণঘাতি করোনাভাইরাসের জন্য একটি নিরপেক্ষ ভেন্যুতে হবে এই টুর্নামেন্টের খেলা। চার দলের গ্রুপে খেলবে বাংলাদেশ। গ্রুপ রানার্সআপ হতে পারলে ১৯৮০ সালের পর ফের এশিয়া কাপের চুড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে লাল-সবুজরা। তবে স্বপ্ন দেখাচ্ছেন না হ্যাভিয়ের, ‘আমি স্টেপ বাই স্টেপ এগুতে চাই। আগে খেলোয়াড়দের দেখতে চাই। মার্চে ফিফা উইন্ডো রয়েছে। আগে সেটা নিয়ে চিন্তা করবো। তারপর ভাববো এশিয়া কাপ বাছাই নিয়ে। তবে অবশ্যই এশিয়া কাপে আমরা অত্যন্ত প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ে খেলতে যাব।’ ক্যাবরেরা যোগ করেন, ‘আমি শূন্য থেকেই শুরু করতে চাই। পরিশ্রম করে সাফল্যকে স্পর্শ করতে চাই।’ ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান ১৮৬ নম্বরে। এক বছর পর মেয়াদ শেষে বাংলাদেশ দলের র্যাঙ্কিংয়ের উন্নতি চান হ্যাভিয়ের, ‘এক বছর কোথায় থাকবো সেটা এখনই বলা যাচ্ছে না। তবে অবশ্যই র্যাঙ্কিংয়ে উন্নতি আমাদের লক্ষ্য।’
বাফুফের সহ-সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ নতুন স্প্যানিশ কোচের উপর ভরসা করতে চান, ‘আপনাদের মতো আমরা সবাই সব সময়ই জাতীয় দলের সাফল্য চাই। সাম্প্রতিক সময়ে জয়ের খুব কাছাকাছি গিয়ে আমরা ব্যর্থ হয়েছি। আশা করবো নতুন কোচ সেই বিষয়গুলো নিয়ে কাজ করবেন। আমরা তাকে প্রয়োজনীয় সহায়তা দিয়ে যাব।’
আপাতত জাতীয় দলের কোন খেলা নেই। তাই ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর আগে হ্যাভিয়ের ক্যাবরেরা বিভিন্ন ক্লাবের প্রশিক্ষণ দেখতে যাবেন। লিগ শুরু হলে বিভিন্ন ভেন্যু ঘুরে খেলা দেখবেন। জামাল ভূঁইয়াদের দায়িত্ব নিতে ঢাকায় আসার আগে বাংলাদেশ জাতীয় দলের সর্বশেষ দুই টুর্নামেন্টের কিছু ম্যাচের ভিডিও দেখেছেন ক্যাবরেরা। এখন সেগুলো পর্যবেক্ষণ করবেন তিনি।
নতুন স্প্যানিশ কোচের সহকারী কারা হবেন তা এখনো ঠিক করেনি বাফুফে। জাতীয় দল কমিটি জানায়, কোচের সঙ্গে আলোচনা করে কিছু দিনের মধ্যেই তার সহকারী চূড়ান্ত করা হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন