শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

নাটোরের দত্তপাড়ায় এক্সিম ব্যাংকের শাখা উদ্বোধন

প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

প্রাচীন ঐতিহ্যের শহর নাটোরের দত্তপাড়ায় এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেডের ১১২তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল নাটোরের দত্তপাড়ার আলহাজ সুপার মার্কেট, বড় হরিশপুর এলাকায় অবস্থিত শাখায় আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, নাটোর সদর উপজেলা চেয়ারম্যান শরীফুল ইসলাম রমজান, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শাহ্ মো: আব্দুল বারীসহ প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া এক্সিম ব্যাংকের অগ্রযাত্রার কথা উল্লেখ করে বলেন, এক্সিম ব্যাংকের শরীয়াহসম্মত ব্যাংকিং দেশসহ সারা বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি ব্যাংকের দৃঢ় আর্থিক অবস্থান, গ্রাহকবান্ধব বিনিয়োগ ও আমানত সেবাসমূহ সম্পর্কে আলোচনা করেন এবং সিএসআর কার্যক্রমে ব্যাংকের অবদানসহ দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পদক ও স্বীকৃতির কথা উল্লেখ করে স্থানীয় ব্যবসায়ীদের এক্সিম ব্যাংকের কল্যাণমুখী ব্যাংকিংয়ে অংশীদার হওয়ার আহŸান জানান।
এছাড়াও ক্ষুদ্র ব্যবসায়ী, নারী উদ্যোক্তাসহ কৃষিঋণকে বিশেষ দৃষ্টিতে দেখার প্রত্যয় ব্যক্ত করেন।-প্রেস বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন