মোহা. ইনামুল হক মাজেদী, গঙ্গাচড়া (রংপুর) থেকে : আর ২০ দিন পরে নতুন আলু ওঠবে। এই আশায় কৃষকের মনে এখন খুশির বন্যা। আগাম আলুর দাম বেশী। উৎপাদন খরচ কম। লাভ হবে বেশী। এই আশায় দিনভর ব্যস্ত সময় অতিবাহিত করছেন কৃষকরা।
রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলায় আগাম আলু চাষে আগ্রহী হয়ে ওঠছে কৃষকরা। আগাম আলুতে খরচ কম মুনাফা বেশী। একদিকে যখন আলু লাগানোর জন্য ধুম পড়ে গেছে। ঠিক সেই সময়ে উপজেলার কিছু এলাকায় আগাম আলু ক্ষেতে পরিচর্যাসহ উত্তোলনের প্রস্তুতি নিচ্ছেন কৃষকরা। তারা আশা করছেন, এ বছর আগাম আলু চাষে মুনাফা করতে পারবে। বর্তমানে পুরাতন আলু বিক্রি হচ্ছে জাত ভেদে ২৫ টাকা থেকে ৪০ টাকা পর্যন্ত। তাছাড়া আলু এখন বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে বলে আলুর চাহিদা বেড়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন