নতুন বছরে নববর্ষের খেলা উপহার দিচ্ছে বাংলাদেশ স্কোয়াশ র্যাকেটস ফেডারেশন। ৩০ জেলার ২১টি ক্লাবের ১২০ জনকে নিয়ে শুরু হয়েছে পেডরোলো নববর্ষ স্কোয়াশ টুর্নামেন্ট। যার মধ্যে একজন বিদেশি খেলোয়াড়ও রয়েছেন। ঢাকা ও চট্টগ্রামে খেলাগুলো অনুষ্ঠিত হবে। উন্মুক্ত পুরুষ গ্রুপে বিদেশের একমাত্র প্রতিযোগী কুয়েতের অথবি হামাদ এবং সাউথ এশিয়ান (এসএ) গেমসে পদকজয়ী মো. সুমন, শহিদুল ইসলাম, সাইফুল ও রঞ্জন কুমার খেলবেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন