বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

সিরিজ জিততে না পারার আক্ষেপ হাতুরুসিংহের

মিরাজের ক্রিকেট মেধায় অভিভূত কোচ

প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : চট্টগ্রাম টেস্টের দল ঘোষণার আগে কি দুর্ভাবনায়ই না পড়েছিলেন বাংলাদেশ দলের হেড কোচ হাতুরুসিংহে। ২০ উইকেট নেয়ার মতো বোলার নেই বাংলাদেশ দলেÑ এমন বিলাপ ও করেছিলেন তিনি। ওই মন্তব্যেই প্রকারান্তরে তাঁতিয়ে দিতে চেয়েছিলেন বাংলাদেশ দলের স্পিন ডিপার্টমেন্টকে এবং পেরেছেনও। তবে ঢাকা টেস্টে ১০৮ রানে জিতে সিরিজের ট্রফি জিততে না পারার আক্ষেপ তার। হাতের মুঠোয় থাকা চট্টগ্রাম টেস্ট হেরে যাওয়ার কষ্টটা প্রকাশ পেয়েছে তাই তার কথায়Ñ ‘আমরা ২-০ তে জিততে পারতাম। এখন আমরা জেনেছি অনেক কিছু, আমরা অনেক আত্মবিশ্বাসী এসব অবস্থায় ম্যাচ জেতার ক্ষেত্রে।’
টি ব্রেকের সময় ইংল্যান্ডের স্কোর যখন ১০০/০, তখনো হতোদ্যম হননি কোচ। ড্রেসিংরুমে বসে পরিকল্পনা তৈরি করে তা জানিয়ে দিয়েছিলেন শিষ্যদেরÑ ‘টি ব্রেকের আগে আমি খুশি ছিলাম না। কারণ প্ল্যান অনুযায়ী কাজ হচ্ছিল না। চা বিরতিতে খেলোয়াড়দের সঙ্গে কথা বলতেই হয়েছে। কিছু ভালো খেলোয়াড়কে এগিয়ে আসতে হবে, আমি এটাই বলেছিলাম। আমি খুশি। সাকিব, মিরাজ এবং তাইজুল অবশ্যই খুশি।’
মিরাজের ক্রিকেট মেধা থেকে ভীষণ খুশি কোচ। শুধু ক্রিকেট মেধাই নয়, মিরাজের শেখার প্রবণতা, গভীর মনোযোগও অভিভূত করেছে কোচকেÑ ‘সে অসাধারণ এক ক্রিকেট প্রতিভা। সুযোগ পেলেই ড্রেসিংরুমে সে আমার পাশে বসে, প্রতিটি কথাই মনোযোগ দিয়ে শুনে। ম্যাচে উদ্যমী থাকে। সে শিখতে খুব আগ্রহী। অন্যদের সঙ্গে এটাই তার পার্থক্য। এটাই আমি পার্থক্য দেখি তার মাঝে।’
দিনের প্রথম সেশনে ব্যাটসম্যানদের দ্রæতগতিতে রান তোলার নির্দেশনাও কাজে এসেছে বলে মনে করছেন কোচÑ ‘আমাদের ব্যক্তিগত প্ল্যান ছিল। আমরা চেয়েছিলাম রান হোক। কারণ এটা সময়ের ব্যাপার। যদি উইকেটে থেকে স্কিল অনুযায়ী ব্যাটিং করুক, এটাই চেয়েছিলাম।’ নিরাপত্তা শংকার অজুহাত না তুলে ইংল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশ সফর করায় ইংল্যান্ড দলের প্রতি কৃতজ্ঞ হাতুরুসিংহেÑ ‘তারা এখানে এসেছে বলে আমি ভীষণ খুশি। ধন্যবাদ জানাই, বাংলাদেশের নিরাপত্তা বাহিনীকে আমাদের এমন সুযোগ করে দেয়ার জন্য। কারণ গোটা সিরিজ কোনো দুর্ঘটনা ছাড়াই সম্পন্ন হয়েছে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন