মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

মামুনুলদের পাল্টা অভিযোগ!

প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : দেশের ফুটবল ধ্বংসের অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় দলের অধিনায়ক মামুনুল ইসলামসহ অন্যরা। গতকাল স্থানীয় একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন মামুনুল, বিপ্লব ও এমিলিরা। এ সংবাদ সম্মেলনে বড় ক্লাবগুলোর মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আবাহনী, শেখ রাসেল ও রহমতগঞ্জের খেলোয়াড়রাই। শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও মোহামেডানের কোনো খেলোয়াড়কে দেখা যায়নি এই সম্মেলনে। এ প্রসঙ্গে জাতীয় দলের অধিনায়ক মামুনুল ইসলাম বলেন, ‘আমরা সবাইকে আনার চেষ্টা করেছি। কিন্তু অনুশীলনের কারণে তারা আসতে পারেনি। ’
জাতীয় দলের সাবেক গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের গুণগান গেয়ে বলেন, ‘২০০৮ নির্বাচনের আগে আমরা লিগের জন্য মানববন্ধন করেছি। সালাউদ্দিন ভাই আসার পর অন্তত লিগ নিয়মিত হচ্ছে। আমার পারিশ্রমিকের অর্থ পাচ্ছি।’ তিনি আরো বলেন, ‘পদত্যাগ কোনো সমাধান নয়। সালাউদ্দিন ভাই কেন পদত্যাগ করবেন। তিনি পদত্যাগ করলেই কি ফুটবল ঠিক হবে?’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন