শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

না.গঞ্জে বাড়ছে করোনা, ২৪ ঘন্টায় ১৩৭জন আক্রান্ত

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০২২, ২:৪০ পিএম

দিন দিন করোনার সংক্রমণ বাড়ছে। বিগত কয়েকদিনেই করোনায় নারায়ণগঞ্জে আক্রান্ত শতকের কোঠা পার করেছে। নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় আরও ১৩৭জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। এই নিয়ে জেলায় মোট ২৭ হাজার ৬শ’ ৬জন আক্রান্ত হয়েছেন। এছাড়া জেলার স্বাস্থ্য বিভাগের তথ্য মতে নতুন করে কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। নারায়ণগঞ্জে এ যাবৎ ৩শ’২৭জনের মৃত্যু হয়েছে, তবে এই সংখ্যা বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী আরও বেশী।
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদনে রবিবার (২৩ জানুয়ারি) সকালে এ তথ্য প্রকাশ করা হয়।
২২ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে ৭শ’ ৬১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ নিয়ে মোট ২ লাখ ১২হাজার ২শ’ ৫০জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নতুন করে আড়াইহাজারে ৭জন, বন্দরে ১০জন, এনসিসি এলাকায় ৫৮জন, রূপগঞ্জে ১৫জন, সদর উপজেলায় ৩৮জন, সোনারগাঁও এলাকায় ৯জন আক্রান্ত হয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন