নাটোরের সিংডায় যাত্রীবাহি বাসের ধাক্কায় রাসেল আহমেদ নামে এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে হাইওয়ে পুলিশ।
মরদেহ উদ্ধার সহ ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। নিহত রাসেল নন্দীগ্রাম থানার রনবাঘা এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশের ওসি মোঃ রেজওয়ানুল ইসলাম জানান,মোটর সাইকেল আরোহী রাসেল আহমেদ সিংডা থেকে বাসায় ফিরার পথে নাটোর-বগুডা মহাসড়কের বাঁশের ব্রিজ এলাকায় দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, উপজেলার বাঁশের ব্রিজ এলাকায় বগুড়ার দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস,মোটর সাইকেল আরোহী রাসেল আহমেদকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর সোমবার যাত্রীবাহি ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন