শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

ঢাকায় উদযাপিত হলো ভারতের প্রজাতন্ত্র দিবস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২২, ১১:৫২ এএম

ঢাকায় ভারতীয় হাইকমিশন যথাযথ মর্যাদায় ৭৩তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করেছে। বুধবার (২৬ জানুয়ারি) ভারতীয় হাইকমিশন তাদের বারিধারার ভারতীয় চ্যান্সেরি কমপ্লেক্সে এ দিবস উদযাপন করে।

দিবসটি উপলক্ষে হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির উদ্দেশে দেওয়া দেশটির রাষ্ট্রপতির বাণী পাঠ করেন।
ঢাকায় অবস্থানরত ভারতীয় নাগরিকরা কোভিড-১৯ স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণতন্ত্র দিবস উদযাপনে যোগ দেন এবং তাদের পরিবেশনায় একটি দেশাত্মবোধক গানের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

করোনার মধ্যেও প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য হাইকমিশনার সবাইকে ধন্যবাদ জানান। তিনি উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন।
প্রসঙ্গত, ভারতের প্রজাতন্ত্র দিবস ২৬ জানুয়ারি। ১৯৫০ সালের এই দিন থেকে ভারতের সংবিধান কার্যকর হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন