শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নীলফামারী আদালতের ১৭ বিচারকের ১৫ জনই করোনা আক্রান্ত

নীলফামারী সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২২, ১:৩৪ পিএম

নীলফামারী জেলার বিচার বিভাগে কর্মরত ১৭ বিচারকের মধ্যে ১৫ জন বিচারকই মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত বিচারকদের সংস্পর্শে থাকায় ধারণা করা হচ্ছে বাকি দু’জনও আক্রান্ত হয়ে থাকতে পারেন।
গতকাল মঙ্গলবার (২৫ জানুয়ারি) নীলফামারীর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে আদালতের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদুল হক জানান, অত্র আদালতের ১৩ বিচারকের করোনা টেস্ট করানো হয়েছে। সকলের রিপোর্ট পজিটিভ এসেছে।
সিজেএম জাহিদুল হক আরও জানান, গত সপ্তাহ থেকেই করোনা আক্রান্ত ছিলেন একজন বিচারক। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন আরো একজন বিচারক। এছাড়া আক্রান্ত বিচারকদের সংস্পর্শে থাকায় বাকি দু’জনও করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল উনাদের করোনা টেস্ট করানো হবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন