স্পোর্টস রিপোর্টার : জেবি বিপিএলের প্রথম পর্বে ঢাকা আবাহনী-রহমতগঞ্জ ম্যাচে মাঠে রেফারীর সঙ্গে অশোভন আচরণ করেছিলেন রহমতগঞ্জের খেলোয়াড় শওকত রাসেল। যে অপরাধে রেফারী তাকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দিয়েছিলেন। ওই অপরাধে এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ডিসিপ্লিনারী কমিটি শওকত রাসেলকে অর্থদন্ড দিয়েছে। কমিটির সভায় তাকে ২৫ হাজার টাকা জরিমানাসহ দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। ফলে আজ থেকে শুরু হওয়া লিগের দ্বিতীয় পর্বে শওকত প্রথম দু’ম্যাচ খেলতে পারবেন না।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন