বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

আজ ফিরছে জাতীয় হকি দল

প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপ টুর্নামেন্টের প্রস্তুতি শেষে আজ জার্মানি থেকে দেশে ফিরে আসছে জাতীয় হকি দল। এএইচএফ কাপের প্রস্তুতি ক্যাম্প করতে গতমাসের মাঝামাঝিতে জার্মাানি গিয়েছিলো লাল-সবুজরা। সেখান থেকে তারা পোল্যান্ড ও অস্ট্রিয়ায় যায় অনুশীলন ম্যাচ খেলতে। গত রোববার অস্ট্রিয়া যুব দলের কাছে শেষ প্রস্তুতি ম্যাচে ২-১ গোলে হেরে জার্মান ফিরে গেছে জাতীয় হকি দল। অস্ট্রিয়া সফরে তিনটি অনুশীলন ম্যাচ খেলে দু’টিতে হেরে এক ম্যাচে ড্র করেছে বাংলাদেশ। অন্যদিকে পোল্যান্ডের বিপক্ষে পাঁচ অনুশীলন ম্যাচের তিনটিতে ড্র ও দু’টিতে হারে জিমি-চয়নরা। আগামী ১৯ নভেম্বর হংকংয়ে শুরু হবে এএইচএফ কাপ হকি টুর্নামেন্ট। শেষ হবে ২৭ নভেম্বর। এ আসরের শিরোপা জয় করতে এই প্রথমবারের মতো দেশের বাইরে অনুশীলন ক্যাম্প করে জাতীয় হকি দল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন