ইংল্যান্ডের বার্মিংহামে আগামী ২৮ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে কমনওয়েলথ গেমসের ২২তম আসরের খেলা। বৃহৎ এই ক্রীড়া আসরে বাংলাদেশ সাতটি ডিসিপ্লিনে খেলবে। এগুলো হলো- সাঁতার, অ্যাথলেটিক্স, বক্সিং, জিমন্যাস্টিক্স, রেসলিং, হকি ও ভারোত্তোলন। ইতোমধ্যে গেমসে অংশ নেওয়া ক্রীড়াবিদদের নাম বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ) পাঠানো শুরু করেছেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের ফেডারেশন কর্মকর্তারা। বার্মিংহাম কমনওয়েলথ গেমসের সাঁতার ডিসিপ্লিনে খেলবেন লাল-সবুজের পাঁচ সাঁতারু। এরা হলেন- পুরুষদের ৫০ ও ১০০ মিটার ফ্রিস্টাইলে আসিফ রেজা, ৫০ ও ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে সুকুমার রাজবংশী, ৫০ ও ১০০ মিটার বাটারফ্লাইয়ে মাহমুদুন্নবী নাহিদ, মেয়েদের ৫০ মিটার ফ্রি স্টাইল ও ৫০ মিটার বাটার ফ্লাইয়ে সোনিয়া খাতুন এবং ৫০ ও ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে মরিয়ম আক্তার। কমনওয়েলথ গেমসের শুটিংয়ে বরাবর বাংলাদেশের সাফল্য থাকলেও বর্মিংহামে নেই এই খেলাটি। এবার এই আসরে আরচ্যারিও না থাকায় দুই ডিসিপ্লিন থেকে পদক জয়ের নিশ্চিত সম্ভাবনা নষ্ট হয়েছে লাল-সবুজদের।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন