শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

দিনভর নাটকের পর ‘থাকছেন’ মিরাজ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২২, ১২:০১ এএম

এবারের বিপিএলে মাঠের লড়াইয়ে এখন পর্যন্ত দেখা যায়নি নাটকীয় কিছু। তবে মাঠের বাইরে জমজমাট এক নাটকই মঞ্চস্থ করল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আর সেটি মেহেদী হাসান মিরাজকে ঘিরে। আগের দিন নাটকীয়ভাবে ম্যাচের ঠিক আগ মুহূর্তে মিরাজকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয় ফ্রাঞ্চাইজিটি। গতকাল এই অলরাউন্ডার দল ছেড়ে ঢাকায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলে তৈরি হয় গুঞ্জন। পরে অবশ্য তাকে বুঝিয়ে আপাতত দলের সঙ্গেই রাখতে পেরেছে টিম ম্যানেজম্যান্ট।
জানা গেছে ফ্র্যাঞ্চাইজিটির কর্ণধারদের সঙ্গে দল ব্যবস্থাপনা নিয়ে মতের অমিল হওয়াতেই ঘটেছে এই ঘটনা। গণমাধ্যমের সামনে নিজের ক্ষুব্ধ অনুভূতি গোপন করেননি মিরাজ, ‘ম্যাচের কয়েক ঘন্টা আগে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়, যা আমার জন্য খুবই বিব্রতকর। আমার নেতৃত্বে দল ভাল করছিল। কোচও খুশি ছিলেন।’
গতপরশু সিলেট সানরাইজার্সের বিপক্ষে হুট করেই দেখা যায় মিরাজের জায়গায় টস করতে এসেছেন নাঈম ইসলাম। টসের সময় এই অভিজ্ঞ ক্রিকেটার জানান, নিজের খেলায় মন দিতে নেতৃত্ব ছেড়ে দিয়েছেন মিরাজ। এরপর চট্টগ্রাম কর্তৃপক্ষ জানায়, বিদায়ী কোচ পল নিক্সনের পরামর্শে নেতৃত্বে আনা হয়েছে বদল। তবে খোঁজ নিয়ে জানা গেছেন, নিক্সন নন মিরাজকে নেতৃত্ব থেকে সরিয়ে দেয় দলের মালিকপক্ষই। তখন মিরাজ অবশ্য আনুষ্ঠানিকভাবে মায়ের অসুস্থতায় ঢাকায় ফিরে যাওয়ার কথা জানান। এদিন সন্ধ্যায় তার ঢাকায় ফেরার টিকেট কাটাও ছিল। তবে সেটি যে অভিমান থেকেই, তা বুঝতে বাকি থাকেনি দলটির কর্মকর্তাদের তাকে ধরে রাখার চেষ্টায়। গতকাল বিকেলে চট্টগ্রামের হোটেল পেনিনসুলা থেকে ঢাকায় ফেরার অপেক্ষায় ছিলেন মিরাজ। তার ফেরার জন্য স্ত্রী-পুত্র হোটেলের সামনে গাড়ীতে অপেক্ষায় ছিলেন। মিরাজ হোটেল থেকে বেরিয়ে গাড়ীতে উঠতে উদ্ব্যত হলে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির এক কর্মকর্তা তখন তাকে আবার হোটেলে নিয়ে যান। তবে মিরাজকে তখন বলতে শোনা যায়, ‘ইয়াসির সিইও থাকতে পারবে না, দলে থাকতে পারবে না। ও যদি চলে যায়, তাহলে আমি খেলব।’
এবার বিপিএলে এখন পর্যন্ত ৫ ম্যাচে ৩ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে চট্টগ্রাম। মিরাজের নেতৃত্বে চার ম্যাচে তারা পেয়েছিল দুই জয় ও দুই হার। মিরাজ সরে যাওয়ার পর নাঈমের নেতৃত্বে সিলেটকে হারায় তারা। দল ভালো করলেও কৌশলগত কিছু সিদ্ধান্ত নিয়ে মতের মিল হচ্ছিল না। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ইংলিশ ওপেনার উইল জ্যাকসকে সরিয়ে নিজে ওপেন করতে চেয়েছিলেন মিরাজ। তার এই সিদ্ধান্তের সঙ্গে মিল হয়নি টিম ম্যানেজমেন্টের। এর আগে প্রথম চার ম্যাচে পাঁচে নেমে মিরাজ কিছু মাঝারি রান পেলেও ব্যাটিংয়ে এত সফল ছিলেন না। পাঁচ নম্বরে নেমে তার মন্থর ব্যাটিংয়ের কারণেও খুশি ছিল না দল। এ ব্যাপারে দলের ম্যানেজার ফাহিম মুনতাসির সুমিত বলেন মিরাজকে ধরে রাখার আপ্রাণ চেষ্টা করছেন তারা, ‘আমরা চেষ্টা করছি তাকে ধরে রাখার। সে যদি চলে যায় সেটা তো খুব খারাপ হবে। কারণ বিপিএলের ইতিহাসে এমনটা হয়নি যে টুর্নামেন্টের মাঝপথে একজন খেলোয়াড় দল ছেড়ে দিয়েছে।’
তিনি এ-ও জানান, মালিকপক্ষের সঙ্গে দল ব্যবস্থাপনা নিয়ে চিন্তায় মিল না হলেও মিরাজ ঢাকায় যাবার ইচ্ছেটা ছিল একদমই ‘পারিবারিক কারণে’। সেটি হলে আপাতত চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে কোনো ম্যাচ খেলবেন না তিনি। গতকাল অনুশীলনেও দেখা যায়নি তাকে। মাঠে দলের যে ক’জন খেলোয়াড় অনুশীলন করেছে তারা শুধু গা গরমের জন্য কিছুক্ষণ খেলেছে ফুটবল। করেনি নেটে ব্যাটিং-বোলিংয়ের কিছুই। অথচ আজই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামবে চ্যালেঞ্জার্সরা! বেলা সাড়ে ১২ টায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন