মালদ্বীপে মাস্ক না পরলে এক হাজার রুপিয়া জরিমানা করা হচ্ছে, বাংলাদেশি মুদ্রায় যা পাঁচ হাজার টাকা। গত ২১ দিনে দেশটিতে জরিমানা করা হয়েছে ১ হাজার ৯৩৭ জনকে।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) মালদ্বীপের পুলিশের একজন মুখপাত্র মালদ্বীপের গণমাধ্যম ‘সান’কে বলেন, ৬ জানুয়ারি থেকে এখন পর্যন্ত মাস্ক না পরার জন্য মোট ১ হাজার ৯৩৭ জনকে জরিমানা করা হয়েছে। এই সময়ের মধ্যে কোয়ারেন্টাইনের নিয়ম লঙ্ঘনকারী ব্যক্তিদেরও জরিমানা করা হয়েছে। এছাড়াও দেশটির রাষ্ট্রপতির কার্যালয় হুঁশিয়ারি দিয়েছে, যারা মাস্ক ব্যবহার করবে না কিংবা অবহেলা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন