রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মালদ্বীপে ভারতীয় দূতাবাসে হামলা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২২ জুন, ২০২২, ২:২৮ পিএম

আন্তর্জাতিক যোগ দিবসে ভারতের ডেপুটি হাই কমিশন আয়োজিত অনুষ্ঠানে অতর্কিতে হামলা চালাল এক দল বিক্ষোভকারী। মালদ্বীপের রাজধানী মালে মঙ্গলবার সকালে ওই কর্মসূচি চলছিল।

ভারতীয় কূটনীতিক, দূতাবাস কর্মী-সহ প্রায় দেড়শো অংশগ্রহণকারী ছিলেন। বিক্ষোভকারীরা এসে অনুষ্ঠানস্থলে এসে অংশগ্রহণকারীদের উপর চড়াও হন। আয়োজকদের কারও কারও সম্পত্তির ক্ষতি করেছে বলেও সে দেশের পুলিশ জানিয়েছে।

মালদ্বীপের পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে তারা কাঁদানে গ্যাসের শেল ফাটায়। পেপার স্প্রে প্রয়োগ করে তাদের উপর। আক্রমণের আগে বিক্ষোভকারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে অনুষ্ঠানস্থলে জড়ো হন। ওই প্ল্যাকার্ডে লেখা ছিল যোগ ইসলাম বিরোধী।

তবে সে দেশের প্রশাসন এই ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখছে। সে দেশের প্রেসিডেন্ট ইব্রাহিম মহম্মদ সোলি জানিয়েছেন ওই ঘটনার তদন্ত শুরু হয়েছে। সূত্র: টাইমস নাউ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন