শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চট্টগ্রামে করোনায় ৩ জনের মৃত্যু শনাক্ত ৭২৯

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২২, ৯:১০ এএম

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত আরো তিনজনের মৃত্যু হয়েছে। করোনা আক্রান্ত হিসাবে শনাক্ত হয়েছেন ৭২৯ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ২০ হাজার ৪৪৩ জনে। আর মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৩৫৮ জনে। মঙ্গলবার সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে দুই হাজার ৯৮৯ জনের নমুনা পরীক্ষায় ৭২৯ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় সংক্রমণের হার প্রায় ২৪ দশমিক ৩৯ শতাংশ। শনাক্তদের মধ্যে ৫৩০ জন নগরীর এবং ১৯৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন