শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

আফগানিস্তান সিরিজ: টাইগারদের দল ঘোষণা ১৫-১৭ ফেব্রুয়ারির মধ্যে

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২২, ৭:৩৮ পিএম

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল শেষেই বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান ক্রিকেট দল। এখনও সূচি নির্ধারণ না হলেও ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে দুই দলের তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে আসবে আফগানরা।

ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে স্বাগতিকদের দল ঘোষণা করে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে। জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু মঙ্গলবার চট্টগ্রামে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।

ঘরের মাঠে আফগানিস্তান সিরিজের দল ঘোষণা কবে হবে এমন প্রশ্নে নান্নু বলেন,‘১৫ থেকে ১৭ ফেব্রুয়ারির মধ্যে আমরা মেইন দল দিয়ে দেব। টিম ম্যানেজম্যান্টের সঙ্গে একটু আলোচনা আছে। সবকিছু মিলে পুরোপুরি রাউন্ড যখন শেষ হবে, সেমি ফাইনালের আগে, এলিমেনেটর রাউন্ডের আগেই বসে করণীয়টা করা হবে।’

তবে ওয়ানডে দল নিয়ে ভাবনায় পড়েছে নির্বাচকরা। এ বিষয়ে নান্নু বলেন,‘ওয়ানডে ক্রিকেটে আমাদের একটা ভারসাম্য আছে। তারপরও ওটা নিয়ে চিন্তাভাবনা আছে। লাস্ট সিরিজ আমরা খেলেছি, সিরিজ জিতে এসেছি ফিফটি ওভারে, ওটাও মাথায় আছে। তো সবধরনের আলোচনা হবে। ইনশাল্লাহ আগামী সপ্তাহ থেকে আলোচনা শুরু হবে।’

বিপিএলে জাতীয় দলের তরুণদের পারফর্ম্যান্স নিয়ে নান্নু বলেন, ‘হাফ অফ টুর্নামেন্টে আপ টু দ্যা মার্ক না। আশা করছি পরবর্তী রাউন্ডগুলোতে নিজেদের মেলে ধরতে পারবে। আমরা কনফিডেন্ট আছি। ইনশাল্লাহ।’

জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের সুযোগ আছে কিনা জানতে চাইলে নান্নু বলেন, ‘টুর্নামেন্ট শেষ হলে আমরা নির্বাচক প্যানেল যখন বসবো তখন এগুলো সব আলোচনা করা হবে। দলের জন্য যেটা সেরা জিনিষ সেটাই করা হবে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন