বিশেষ সংবাদদাতা : ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট,ওয়ানডেÑ কোনোটাতেই খেলার সুযোগ পাননি সৌম্য সরকার। এ বছরে বলার মতো পারফর্ম করতে পারেননি। সামনে নিউজিল্যান্ড সফরের আগেই ফর্মে ফেরার তাগিদটা অনুভব করছেন এই টপ অর্ডার। রংপুর রাইডার্সের এই আইকন ক্রিকেটার ফর্মে ফিরতে বিপিএলকে নিয়েছেন বেছেÑ ‘এতদিন আমরা যে সংস্করণের ক্রিকেট খেলেছি তার বাইরে বিপিএল, টি-২০। বিপিএল সবার জন্য একটা অন্যরকম জায়গা। এখানে পারফর্ম করলে অনেকের জন্য অনেক ভালো হয়, আবার অনেকে এখান থেকে পিছিয়ে যেতে পারে। বিপিএলতা সিরিয়াস নেয়াটাই আমার মনে হয় ভালো।’ চেষ্টা করব এখান থেকে নিজে নিজের সৌম্যকে আবার চেনার জন্য।
নিউজিল্যান্ড সফরের জন্য ঘোষিত টেস্ট স্কোয়াডে আছেন রংপুর রাইডার্সের ২ ক্রিকেটার সারজিল খান এবং বাবর আজম। এটাই ভাবাচ্ছে সৌম্যকেÑ ‘ আমাদের দলের ২ পাকিস্তানি সারজিল এবং বাবর আজম টেস্টে দলে সুযোগ পেয়েছে। এই দু’জন দলে থাকলে আমাদের জন্য খুব ভালো হতো।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন