সিলেটের ঐতিহ্যবাহী জামেয়া ইসলামিয়া কওমিয়া দারুসসুন্নাহ গলমুকাপন মাদ্রাসার ছদরে মুহতামিম ও শায়খুল হাদিস, বর্ষীয়ান আলেমেদ্বীন মুফতী মাসরুর আহমদ বুরহানের পিতা ম্ওালানা মাসউদ আহমদ (বাঘার হুজুর) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ (বুধবার) ভোর সাড়ে ৬টার দিকে সিলেটের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শতবর্ষী এই আলেম ঐতিহ্যবাহী জামেয়া গহরপুরের প্রথম নাজিমে তালিমাতের (শিক্ষাসচিব) দায়িত্ব পালন করেন। দীর্ঘ ৬৭ বছর ধরে তিনি কোরআন হাদিসের দারস দিয়ে আসছিলেন। মৃত্যু পর্যন্ত দু'টি মাদরাসায় সহীহ বুখারী দারস প্রদান করেছেন তিনি। দেশজুড়ে শায়খুল হাদিস হাফিজ মাসউদ আহমদ বাঘার হুজুরের অসংখ্য হাদিসের ছাত্র রয়েছেন। মরহুমের নামাজে জানাযা বুধবার বিকেল ৩টায় তার নিজ কর্মস্থল জামেয়া ইসলামিয়া কওমিয়া দারুসসুন্নাহ গলমুকাপন মাদরাসার পূর্বের মাঠে অনুষ্ঠিত হয়। শায়খ মাসউদ আহমদ বাঘার হুজুরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তাঁর পরিবার ও দেশ-বিদেশে ছড়িয়ে থাকা ছাত্র-সাগরেদ ও শুভাকাঙ্খিরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন