শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

কুমিল্লাকে ছন্দে ফেরাতে ঢাকায় মঈন আলী

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০০ এএম

বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের বাইরে থেকে বিদেশি ক্রিকেটার হিসেবে মঈন আলীকে সরাসরি দলভুক্ত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জাতীয় দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকায় এতদিন ইংল্যান্ডের এই অলরাউন্ডারকে পায়নি ফ্র্যাঞ্চাইজিটি। অবশেষে অপেক্ষা ফুরিয়েছে কুমিল্লার। বিপিএলে অংশ নিতে ঢাকায় পৌঁছে টিম হোটেলে উঠেছেন মঈন। গতকাল কুমিল্লা টিম ম্যানেজমেন্ট মঈনের বাংলাদেশে পা রাখার বিষয়টি নিশ্চিত করেছে। বিপিএলে দ্বিতীয়বারের মতো অংশ নিতে যাচ্ছেন তিনি। এর আগে ২০১৩ সালের আসরে খেলেছিলেন তিনি। সেবার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি আসরে তিনি প্রতিনিধিত্ব করেছিলেন দুরন্ত রাজশাহীর।
ক্যারিবিয়ানদের মাটিতে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে ৩-২ ব্যবধানে হার মানে ইংল্যান্ড। নিয়মিত অধিনায়ক ওয়েন মরগ্যান চোটে পড়ায় শেষ তিনটি ম্যাচে নেতৃত্ব দেন মঈন। দলকে সিরিজ জেতাতে ব্যর্থ হলেও চতুর্থ টি-টোয়েন্টিতে অনবদ্য পারফরম্যান্সে ম্যাচসেরা হয়েছিলেন তিনি। বার্বাডোজের কেনসিংটন ওভালে ব্যাট হাতে ২৮ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংস খেলার পর বল হাতে ২৮ রানে ২ উইকেট নিয়েছিলেন।
পঞ্চম বিদেশি ক্রিকেটার হিসেবে কুমিল্লাতে যোগ দিয়েছেন মঈন। দলটিতে আগে থেকে আছেন দক্ষিণ আফ্রিকার ফাফ দু প্লেসি, একই দেশের ক্যামেরন ডেলপোর্ট, আফগানিস্তানের করিম জানাত ও ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিন। আগের দিন গতপরশু তাদের অপরাজেয় যাত্রার অবসান ঘটিয়েছে মিনিস্টার গ্রুপ ঢাকা। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রতিপক্ষের ৬ উইকেটে ১৮১ রানের জবাবে কুমিল্লা গুটিয়ে যায় মাত্র ১৩১ রানে।
এই ম্যাচ দিয়েই শেষ হয় বিপিএলের চট্টগ্রাম পর্ব। এই দুই পর্বে দেখা গেছে অনেক উত্থান-পতন। পয়েন্টের নিচের দিক থেকে উপরে উঠে এসেছে বরিশাল ও ঢাকা। পথ হারিয়েছে শুরুতে ভালো খেলতে থাকা চট্টগ্রাম ও খুলনা টাইগার্স। ৬ ম্যাচ খেলে সর্বোচ্চ ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বরিশাল। এরপর সমান ৬ পয়েন্ট তিন দলের। তবে সবচেয়ে কম ৪ ম্যাচ খেলে ৩ জয়ে ৬ পয়েন্ট পাওয়া কুমিল্লা রানরেটে এগিয়ে থাকায় আছে দুইয়ে। ঢাকা প্রথম ৪ ম্যাচের তিনটিতেই হেরেছিল। অভিজ্ঞদের দল চট্টগ্রামে গিয়ে পেয়েছে সাফল্য। জিতেছে দুই ম্যাচেই। ৬ ম্যাচে ৩ জয়ে তাদের পয়েন্টও ৬। মাহমুদউল্লাহর দল আছে তিনে। শুরুতে উড়তে থাকা চট্টগ্রাম পথ হারিয়েছে। বিতর্কের মধ্যে পড়া দলটি সবচেয়ে বেশি ৭ ম্যাচ খেলে ফেলেছে। ৩ জয়ে তারা আছে চার নম্বরে। চট্টগ্রাম পবে আলোর দেখা পায়নি খুলনা। ৫ ম্যাচ খেলে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান পাঁচ। ৪ ম্যাচে মাত্র ১ জয়ে কেবল ২ পয়েন্ট নিয়ে সবার নিচে সিলেট সানরাইজার্স।
আজ থেকে ঢাকায় দ্বিতীয় ধাপে খেলা হবে দুদিন। প্রথম ম্যাচে খুলনা লড়বে সিলেটের বিপক্ষে। সন্ধ্যায় চট্টগ্রামের মুখোমুখি হবে কুমিল্লা।

চট্টগ্রাম পর্ব শেষে পয়েন্ট টেবিল
দল ম্যাচ জয় হার পয়েন্ট
ফরচুন বরিশাল ৬ ৪ ২ ৮
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৪ ৩ ১ ৬
মিনিস্টার ঢাকা ৬ ৩ ৩ ৬
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৭ ৩ ৪ ৬
খুলনা টাইগার্স ৫ ২ ৩ ৪
সিলেট সানরাইজার্স ৪ ১ ৩ ২

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
Sultan Ahmed ৩ ফেব্রুয়ারি, ২০২২, ৭:০৯ এএম says : 0
Welcome
Total Reply(0)
Ibrahim Mridha ৩ ফেব্রুয়ারি, ২০২২, ৭:১০ এএম says : 0
বাংলাদেশ ক্রিকেট টিমের অনেক কিছু শেখার আছে এদের দেখে
Total Reply(0)
Parvej Molla ৩ ফেব্রুয়ারি, ২০২২, ৭:১১ এএম says : 0
বাংলাদেশের মুসলিম ক্রিকেটারদেরও উনাদের থেকে অনুপ্রাণিত হওয়ার অনেক কিছু রয়েছে!
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন