শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

এশিয়ান গেমসে বাংলাদেশের দুই সাঁতারু

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৬ এএম

বার্মিংহাম কমনওয়েলথ গেমসের জন্য পাঁচ সাঁতারুকে নির্বাচিত করেছে বাংলাদেশ সাঁতার ফেডারেশন। তবে এবার হ্যাংঝু এশিয়ান গেমসের জন্য দু’জন সাঁতারুর নাম চুড়ান্ত করে ১০ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) কাছে পাঠাতে হবে সাঁতার ফেডারেশনকে। সে লক্ষ্যে পরশু নির্বাচক কমিটির সভায় আসন্ন এশিয়ান গেমসের জন্য দুই সাঁতারুর নাম চূড়ান্ত করেছেন সাঁতার ফেডারেশনের কর্মকর্তারা। এরা হলেন- পুরুষ বিভাগে কাজল মিয়া ও নারী বিভাগে জুথি আক্তার। এ দুইজন ব্যাকস্ট্রোক ও ফ্রি স্টাইলসহ একাধিক ইভেন্টে হ্যাংঝুর পুলে লড়বেন।
নির্বাচক কমিটির অন্যতম সদস্য আবদুল হামিদ বলেন, ‘কাজল মিয়ার জাতীয় রেকর্ড রয়েছে এবং জুথি আক্তারও ভালো টাইমিং করছে। এজন্য আমাদের নির্বাচক কমিটি দুজনকে নির্বাচিত করেছে।’ জানা গেছে, এশিয়ান গেমসে বাংলাদেশ সাঁতারের কোটা কম থাকায় এক সাঁতারুকে একাধিক ইভেন্টে অংশ নিতে হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন