চট্টগ্রাম ব্যুরো : আগামী ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রামে সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, প্রশাসনের অনুমতি সাপেক্ষে আমরা লালদীঘির মাঠে শান্তিপূর্ণ সমাবেশ করব। তিনি বলেন, মহান ৭ নভেম্বর বিপব ও সংহতি দিবস জাতির জন্য একটি ঐতিহাসিক দিন।
সমাবেশ সফল করতে এক প্রস্তুতি সভা গতকাল (বুধবার) বিকেলে দলীয় কার্যালয় নাসিমন ভবনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডা. শাহাদাত হোসেন। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর ছাড়াও সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ মিয়া ভোলা, এম এ আজিজ, মোহাম্মদ আলী, শেখ নুরুল্লাহ বাহার, মোহাম্মদ আলী, এস এম সাইফুল আলম, হারুন জামান প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন