শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

বান্দরবানে অপহৃত চার কৃষক উদ্ধার দুই অপহরণকারী নিহত গণপিটুনিতে

প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

মো: সাদাত উল্লাহ, বান্দরবান থেকে  : বান্দরবানের লামা উপজেলায় অপহৃত চার কৃষককে উদ্ধারের পর গ্রামবাসীর গণপিটুনিতে সন্দেহভাজন দুই অপহরণকারী নিহত হয়েছে। গতকাল বুধবার ভোরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি ফকিরাখোলা এলাকার ঈদগাঁ ছড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলোÑ কক্সবাজার জেলার রামু উপজেলার ঈদগাঁ ইউনিয়নের দলিলছড়ার বাসিন্দা মো: ইসলামের ছেলে রশিদ আহমদ (৩৭) ও একই গ্রামের মঞ্জুর আলম (৩৫)। সুরুতহাল শেষে নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর মর্গে পাঠিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাজা পাড়ার বাসিন্দা কৃষক জহির আলম (৩৫), কালা পুতু (৪০), জাবের আহমদ (৫৫) ও ফকিরাখোলার গ্রামের মনু আলম (৬০) মিলে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে শাহ সুজা সড়ক পথে চকরিয়া উপজেলার ডুলহাজারা বাজারে যাচ্ছিলেন। তারা সড়কের ফকিরাখোলা এলাকায় পৌঁছলে পূর্ব থেকে ওঁৎপেতে থাকা ১০-১২ জনের দুর্বৃত্ত তাদের গতিরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় দুই শতাধিক গ্রামবাসীসহ পুলিশ সদস্যরা অপহৃতদের উদ্ধার অভিযানে নামেন। রাতভর গ্রামবাসীর প্রতিরোধের মুখে অপহরণকারীরা বুধবার ভোর তিনটার দিকে অপহৃত চার কৃষককে ছেড়ে দিয়ে পালানোর সময় ঈদগাঁ ছড়ার আগায় গ্রামবাসীর হাতে দুইজন ধরা পড়ে। এ সময় গ্রামবাসীরা গণ পিটুনি দিলে দুই অপহরণকারী ঘটনাস্থলেই নিহত হয়। এ দিকে, অপহরণকারীদের হামলায় গুরুতর আহত জাবের আহমদকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য, চলিত সালে একই স্থানে ১০টির বেশী অপহরণের ঘটনা ঘটেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন