শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

কুষ্টিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধানে ট্রেনে কাটায় দুজনের মৃত্যু

স্টাফ রির্পোটার, কুষ্টিয়া থেকে : | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০২ এএম

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ২৪ ঘণ্টার ব্যবধানে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের গেটপাড়া ও গত সোমবার সকাল ১০টায় মিরপুর উপজেলার বিজিবি সেক্টর-সংলগ্ন রেলগেট এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পোড়াদহ রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজের আলী। নিহত ব্যক্তিরা হলেনÑ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের খলিসাকুন্ডি গ্রামের বাসিন্দা মোফাজ্জেল হোসেন এবং মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের মাজিহাট গ্রামের আকাশ আলীর দেড় বছর বয়সী মেয়ে আয়েশা খাতুন।
পোড়াদহ রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজের আলী জানান, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে একই উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের গেটপাড়া এলাকায় খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন দেড় বছর বয়সী শিশু আয়েশা ট্রেনের নিচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ দুটি নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, এর আগে গত সোমবার সকাল ১০টার দিকে মিরপুর উপজেলার বিজিবি সেক্টর-সংলগ্ন রেলগেট এলাকায় রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের নিচে মোফাজ্জেল হোসেন কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন