শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

বাজারে এলো সিম্ফনি পি৭ স্মার্টফোন

প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : দেশের বাজারে নতুন নতুন স্মার্টফোন নিয়ে এসেছে সিম্ফনি।
‘সিম্ফনি পি সেভেন’ ডুয়াল ফ্ল্যাশ-এর এই স্মার্টফোনটিতে আছে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। উভয়তেই এ্যাপারচার দেয়া হয়েছে ২.০। ট্রাই টোন এল ই ডি ব্যাক ফ্ল্যাশ এবং ফ্রন্ট ফ্ল্যাশ ও রয়েছে এই হ্যান্ডসেটটিতে। ক্যামেরা ফিচার হিসেবে আছে ফেসবিউটি, প্যানারোমা মোড ও এইচডিআর মোড। ৫.৩ ইঞ্চি এইচ ডি আইপিএস ডিসপ্লে-এর সাথে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো। ১.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর এবং ২ জিবি ডিডিআর থ্রি র‌্যাম দেয়া হয়েছে এই স্মার্টফোনটিতে। ডিডিআর থ্রি র‌্যাম থাকার কারণে গেমস এবং অ্যাপস-এর পারফর্মেন্স হবে আরো বেশি ভালো। ডুয়াল সিম-এর স্মার্টফোনটিতে আছে ২৬০০ এম এ এইচ লি- আয়ন ব্যাটারি। এছাড়াও এই ফোনটিতে ব্যবহার হয়েছে কাস্টম মেইড ইন্টেলিজেন্ট সফটওয়্যার ডিজাইন যার মাধ্যমে ব্যাটারির কার্যক্ষমতা বেড়ে যাবে ৪৫ শতাংশ পর্যন্ত। থ্রি জি ও টু জি উভয় নেটওয়ার্ক-এর সিম চলবে এই স্মার্টফোনটিতে। ওটিজি এবং ওটিএ সাপোর্টেড এই স্মার্টফোনটিতে আছে জি সেন্সর, এক্সিলারেটোমিটার, প্রক্সিমিটি সেন্সর এবং লাইট সেন্সর। এই স্মার্টফোনটির আইডি ডিজাইনেও রয়েছে নতুনত্ব, ব্যবহার করা হয়েছে বিগ ক্যামেরা রিং, টেক্সচারড লেন্স, ট্রাই টোন ফ্ল্যাশ, এটরাকক্টিভ সাইড স্পিকার এবং ২.৫ ডি কার্ভ গ্লাস। ১৬ জিবি ধারণক্ষমতার এই ফোনটিতে রাখা যাবে অনেক বেশি গান, ভিডিও, ছবি এবং অ্যাপস তাছাড়াও ব্যবহারকারী চাইলে মেমোরিকার্ডের মাধ্যমে তা ৩২ জিবি পর্যন্ত বাড়াতে পারবেন। হ্যান্ডসেট-এর দাম নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ৯৯০ টাকা।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন