চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় কোন মৃত্যু নেই। এ সময় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২১৭ জন। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সিভিল সার্জন অফিস থেকে এসব তথ্য জানান হয়েছে। এতে বলা হয় গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নমুনা পরীক্ষা করা হয়েছে ৩১২৩ জনের। সংক্রমণ শনাক্তের হার ৬ দশমিক ৯৪ শতাংশ। গত ২৪ জানুয়ারি চট্টগ্রামে সংক্রমণ শনাক্তের হার ছিল সর্বোচ্চ ৪০ শতাংশ। এর পর থেকে সংক্রমণ ধীরে ধীরে কমে আসছে। নতুন আক্রান্তের ১১১ জন মহানগরীর বাসিন্দা ১০৬ জন জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা এক লাখ ২৪ হাজার ৫৪২। মারা গেছেন ১৩৬০ জন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন