শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

হুতির বিরুদ্ধে সউদীকে সমর্থন বাইডেনের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে সউদী আরবের পাশে থাকার কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার সউদীর বাদশাহর সাথে টেলিফোনে আলাপকালে তিনি এই কথা জানান। স¤প্রতি হুতিরা সউদী আরবের উপর ক্ষেপণাস্ত্র হামলা করেছে। সেই হুতির বিরুদ্ধে লড়াইয়ে অ্যামেরিকা পুরোপুরি সউদী আরবের সঙ্গে থাকবে। সউদীর রাজা সলমন বিন আব্দুল আজিজ আল সউদকে ফোন করে নিজেই এই কথা জানিয়েছেন বাইডেন। হোয়াইট হাউস থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট জানিয়ে দিয়েছেন, সউদীর মানুষ ও সম্পত্তি রক্ষা করতে আমেরিকা দায়বদ্ধ। ইয়েমেনে যুদ্ধ বন্ধ করতে জাতিসংঘের প্রয়াসকেও তারা সমর্থন করে। ২০১৫ সালে সউদীর নেতৃত্বাধীন জোট ইয়েমেনে হস্তক্ষেপ করে এবং বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালায়। বিদ্রোহীরা কিছুটা পিছনে হঠতে বাধ্য হয়। এই যুদ্ধের ফলে ইয়েমেন দুর্ভিক্ষের মুখে পড়ে। জাতিসংঘ জানিয়েছে, এটা বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সমস্যা। সউদী জোটের অভিযোগ, হুতি বিদ্রোহীদের ইরান সাহায্য করছে। কিন্তু ইরান এবং হুতি তা অস্বীকার করেছে। গত ১৭ জানুয়ারি হুতি বিদ্রোহীরা আবু ধাবিতে ক্ষেপণাস্ত্র হামলা করে, তাতে তিনজন মারা যান। গত মাসে মার্কিন সেনাবাহিনী জানিয়েছিল, তারা দুইটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। এগুলি আমিরাতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ছোড়া হয়েছিল। এরপর আমিরাতে ডেস্ট্রয়ার ও যুদ্ধবিমান মোতায়েন করার সিদ্ধান্ত নেয় অ্যামেরিকা। সউদীর সরকারি সংবাদসংস্থা এসপিও জানিয়েছে, ফোনে বাইডেনকে ধন্যবাদ দিয়েছেন সউদীর রাজা। তিনি বলেছেন, সউদীর প্রয়োজনের সময়ে আমেরিকা পাশে এসে দাঁড়িয়েছে। বাইডেন আগে জানিয়েছিলেন, আমেরিকার পররাষ্ট্রনীতি মানবাধিকারের কথা মাথায় রেখে নেয়া হবে। সউদী আরব যাতে মানবাধিকার রক্ষা করে এবং ইয়েমেনে সংঘাত থামানোর জন্য আমেরিকা যাতে পদক্ষেপ নেয়, তার জন্য বাইডেনের উপর চাপও বাড়ছে। এপি, এএফপি, রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন