সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যার এক দশকেও বিচার না হওয়ায় খুনীদের গ্রেফতার ও বিচার চেয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)’তে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় ডিআরইউ চত্বরে মোমবাতি প্রজ্বলন করা হয়।
এতে ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিবসহ অন্যান্য সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় সাগর-রুনির সন্তান মাহির সারোয়ার মেঘ মোমবাতি প্রজ্জ্বলন করে তার বাবা-মায়ের হত্যার বিচার চায়।
এই সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের বিচার দাবিতে ডিআরইউ এবার তিন দিনের কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে শুক্রবার সকাল সাড়ে ১০টায় ডিআরইউ চত্বরে প্রতিবাদ সমাবেশ এবং রোববার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হবে বলে জানানো হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন