রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

মিশ্র দলগতে ব্রোঞ্জ জয় বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৬ এএম

ইন্দোনেশিয়ার জাকার্তায় আইএসএসএফ গ্রাঁ প্রিঁ শুটিংয়ে আগের দিন মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ জিতেছিলেন বাংলাদেশের নাফিসা তাবাসসুম। এবার ১০ মিটার এয়ার রাইফেলের মিশ্র দলগতে ব্রোঞ্জ জিতেছেন উদীয়মান এই শুটার। গতকাল আরেক শুটার ইউসুফ আলীর সঙ্গে জুটি বেঁধে নাফিসা মিশ্র ইভেন্টে এই পদক জেতেন। তাদের সম্মিলিত স্কোর ৪৭। এ ইভেন্টে ১৬ স্কোর করে স্বর্ণ জিতেছে স্বাগতিক ইন্দোনেশিয়া এবং ৮ স্কোর করে রৌপ্যপদক পায় সিঙ্গাপুর। এদিকে ছেলেদের পিস্তলের একক ইভেন্টে কমনওয়েলথ গেমসে রৌপ্যজয়ী লাল-সবুজের শুটার শাকিল আহমেদ ভালো করতে পারেননি। সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছেন তিনি। বাকি দুজন- আবদুর রাজ্জাক ও পিয়াস হাসান বাছাই পর্ব পেরুতে পারেননি। এছাড়া মেয়েদের একক ইভেন্টে বাংলাদেশ দলের কেউই শেষ চারে পৌঁছাতে পারেননি। আঞ্জিলা ৫৫৮, তুরিং দেওয়ান ৫৪৩ ও আঁখি ৫৫৪ স্কোর করেও বিদায় নিয়েছেন বাছাই পর্ব থেকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন