কুতুবউদ্দিন আহমেদ
যেখানেই যাইÑ ধন্ধে পড়ি এক, সহি-সালামতে ঘরে ফিরব তো?
পূর্ব-পশ্চিমে কেবলই তুষের আগুন ধিকিধিকি জ্বলে
কখন কার ধাক্কায় কোন চুলোয় ছিটকে গিয়ে পড়ি ঠিক নেইরে বাপ
পথে-ঘাটে অমাবস্যার হাওয়া বয়, ব্যঙ্গমারা সারাদিন এলোমেলো কথা কয়
আচমকা কখন কে টুটি চেপে ধ’রে বলে, চল শালা গারদে পাঠাই
পকেটে যা আছে চুপচাপ বের কর, নইলে বলি গারদই হবে তোর চির ঠাঁই
তবু ভালো, পকেট খালি হোক, নাগিনীর হাতে না পড়ি
ছেলেটা কলেজে পড়ে- স্ত্রী কেবলই নাকি কাঁদে বেসুরো গলায়
হও যদি সঠিক বাপ ছেলেরে বৈদেশে পাঠাও, আরবার বাপ ডাক শুনিতে যদি চাও
প্রতি রাতে দুঃস্বপ্ন দেখি- সমুখে কেবলই মৃত্যু আর মৃত্যুর ঝুঁকি
ঘর থেকে বেরিয়েছি আল্লাহর নামে বুকে ফুঁ দিয়ে আমি এক সাধারণ
বেশি কিছু নয়তোÑ কেবলি সহি-সালামতে ঘরে ফিরতে চাই
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন