গতকাল শনিবার ভোর ৫টায় দিনাজপুর সদর উপজেলার মোহনপুর ব্রীজের পূর্বপ্রান্তে হানিফ পরিবহনের একটি নৈশ কোচ উল্টে পড়ে গেলে দুর্ঘটনাস্থলে একজন নারী যাত্রী এবং ওই কোচের সুপারভাইজার নিহত হয়েছেন। আহত ১০জনের মধ্যে হেলপারসহ আরেক যাত্রীকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিপরিতমুখি একটি ট্রাককে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে ব্রীজের গাডারের সাথে ধাক্কায় কোচটি খাদে উল্টে পড়ায় ওই হতাহতের ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন, দিনাজপুর জেলা সদরের উত্তর সরকারপাড়া গ্রামের মজিবর রহমানের স্ত্রী হালিমা খাতুন ( ৪৫) এবং কোচের সুপারভাইজার বিরামপুরের বিজুল গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে আব্দুল জলিল (৫০)।
চিরিরবন্দর থানার উপ পরিদর্শক আব্দুল কাদের জানান, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের কোচটি আত্রাই নদীর চিরিরবন্দর অংশে মোহনপুর ব্রীজের গাডারের সাথে ধাক্কা লেগে খাদে উল্টে পড়েছে। দুর্ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। চালক (জাহাঙ্গীর) পালিয়ে গেছে।
দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগ জানায়, ওই দুর্ঘটনায় আহত কোচের হেলপার জহুরুল এবং যাত্রী সফিকুল ইসলামকে সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। অন্যদিকে আহতদের অনেকেই নিজ নিজ এলাকায় গিয়ে স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন