মো. আবদুর রহিম খাঁন এর কর্মদক্ষতা, নিষ্ঠা ও সততার কারণে গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদের ১২৭তম সভায় সর্বসম্মতিক্রমে তাকে নোবেল বিজয়ী গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি দেয়া হয়েছে। এর পূর্বে তিনি এই ব্যাংকের মানবসম্পদ এবং সেবা ব্যবস্থাপনা ডিএমডি হিসেবে কর্মরত ছিলেন। দক্ষ ও অভিজ্ঞ এ কর্মকর্তা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (সম্মান) ও এমএসএস ডিগ্রি অর্জন শেষে ১৯৮৭ সালে গ্রামীণ ব্যাংক-এ প্রবেশনারি অফিসার হিসেবে যোগদান করেন। তিনি কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে ব্যাংকে ব্রাঞ্চ ম্যানেজার, এরিয়া ম্যানেজার, যোনাল অডিট অফিসার ও যোনাল ম্যানেজার হিসেবে ২৪ বছর মাঠ পর্যায়ে ভিন্ন ভিন্ন প্রশাসনিক স্তরে অসাধারণ দক্ষতা, সাফল্য ও সুনামের সাথে দায়িত্ব পালন করে প্রতিষ্ঠানের উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন। তিনি পরবর্তীতে প্রধান কার্যালয়ে মহাব্যবস্থাপক হিসেবে দক্ষতা ও সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। ব্যাংকে কর্মরত থাকা অবস্থায় তিনি দরিদ্র বিমোচনে অগ্রণী ভূমিকা রেখে নোবেল বিজয়ী এ প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়েছেন। তিনি কুমিল্লা জেলাধীন বুড়িচং উপজেলার আজ্ঞাপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। -প্রেস বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন